আজকের দিনে ভারতের সবথেকে বড় যাতায়াতের মাধ্যম হলো ভারতীয় রেল। প্রতিদিন লাখ লাখ মানুষ ভারতীয় রেলে করে যাতায়াত করে থাকেন। কোটি কোটি মানুষের নিরাপত্তার দায়িত্ব থাকে ভারতীয় রেলের কাঁধে। সেই ট্রেনে বসে থাকা মানুষের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় আরপিএফ এবং জিআরপিকে। আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন তবে আপনি অবশ্যই এদেরকে দেখেছেন। কিন্তু এই দুটির মধ্যে তফাৎ কি জানেন? চলুন আজকের নিবন্ধে আমরা এই দুটি পুলিশের ব্যাপারে জানাতে চলেছি।
প্রথমে আমরা জিআরপি নিয়ে কথা বলব। জিআরপি হলো ভারতের রেলস্টেশনের ভিতরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী পুলিশ। এটি সরকারি রেলওয়ে পুলিশ নামেও পরিচিত। এর কাজ হলো ট্রেনে সংঘটিত অপরাধের তদন্ত করা। শুধু তাই নয় ট্রেনে বসা মানুষদের নিরাপত্তার পুরো দায়িত্ব বজায় থাকে এই জিআরপির উপরে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরপিএফ হল রেলওয়ে প্রটেকশন ফোর্স। তাদের কাজ হল ট্রেনে বসে থাকা মানুষের নিরাপত্তা এবং স্টেশনে দাঁড়িয়ে থাকা মানুষকে নিরাপত্তা প্রদান করা। যদি কোন যাত্রী টেম্পারিং অসততা চুরি বা অবৈধ দখল করে থাকেন তাহলে তাকে সতর্ক করে দেওয়া এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য রয়েছে আরপিএফ।
আসলে এই দুটি নিরাপত্তা বাহিনী ভারতীয় রেলওয়ে দ্বারা রেলের কাজের জন্যই নিয়োগ করা হয়েছে। ট্রেনের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে ট্রেনে যাতায়াত করা যাত্রীদের সমস্ত সুবিধার ব্যাপারে খেয়াল রাখা হলো এদের দায়িত্ব। সুতরাং যদি আপনার কোন সমস্যা হয় তাহলে এই দুটি পুলিশের মধ্যে যে কোন একজনকে ডাকলেই আপনার কাজ মিটে যাবে।