ভারতীয় রেলের কর্মকর্তাদের থেকে প্রাপ্ত খবর অনুযায়ী এবারে ভারতীয় রেলে খুব শীঘ্রই চালু হতে চলেছে বন্দে মেট্রো এবং বন্দে ভারত স্লিপার। এই দুটি ট্রেন চালু হলে খুব কম টাকায় বেশি দূরত্বের যাত্রায় ভ্রমণ করতে পারবেন আপনারা। পশ্চিমবঙ্গে খুব তাড়াতাড়ি এই দুই ধরনের বন্দে ভারত ট্রেনের পরিষেবা শুরু হবে বলে মনে করা হচ্ছে। রেল ব্যবস্থাকে এই দুটি ট্রেন দারুন ভাবে গতি দিতে চলেছে। রেলওয়ের একজন কর্মকর্তা বলছেন, খুব শীঘ্রই বন্দে ভারত স্লিপার ট্রেন ভারতে আসতে চলেছে। আগামী বছরের মার্চের প্রথম দিকে এই ট্রেন আপনারা দেখতে পাবেন বলে জানা যাচ্ছে।
অন্যদিকে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির বি জি মালিয়া বলছেন, “বন্দে ভারতের স্লিপার কোচ সর্বপ্রথম আগামী আর্থিক বছরে চালু করা হবে। এর প্রথম ট্রেন উৎপাদনের অধীনে রয়েছে এবং ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে এই নতুন ট্রেন চালু হয়ে যাবে ভারতে। আগামী অর্থবছরের শুরুর দিকে অর্থাৎ এপ্রিল মাসে হয়তো সাধারণের চলার জন্য খুলে যাবে বন্দে ভারত এক্সপ্রেসের এই নতুন ট্রেন।”
ভারতীয় রেল দূরের শহরগুলিকে আধা উচ্চগতির ট্রেনের মাধ্যমে যুক্ত করার জন্য এই বন্দে ভারত স্লিপার কোচ আনার পরিকল্পনা নিয়েছে। এই ট্রেন তৈরি হলে কলকাতা থেকে ট্রেনের মাধ্যমে মুম্বাই বা দিল্লি যাওয়া খুবই সহজ হয়ে যাবে। আপাতত যা খবর পাওয়া যাচ্ছে তাতে কলকাতা মুম্বাই বন্দে ভারত এবং কলকাতা দিল্লী বন্দে ভারত চালু হতে চলেছে খুব শীঘ্রই। অপরদিকে এই বন্দে ভারত মেট্রো হল বন্দে ভারত এক্সপ্রেস এর একটি ছোট সংস্করণ। এর মাধ্যমে অল্প দূরত্বের শহরগুলোকে যুক্ত করা যাবে বলে জানা যাচ্ছে। রেল কর্মকর্তারা বলছেন, ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে এই ১২ কোচের বন্দে ভারত মেট্রো চালু হয়ে যাবে।