ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আপনার অ্যাকাউন্ট যদি PNB-তে থাকে তাহলে আপনার জন্য এসেছে বড় খবর, জেনে নিন কী কী পরিবর্তন ঘটতে চলেছে

Advertisement

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় খবর প্রকাশ্যে এসেছে। জানা গেছে, খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে এমপাসবুক অ্যাপ। চলতি বছরের ডিসেম্বর থেকেই আর ব্যবহার করা যাবে না এই অ্যাপ। এই নিবন্ধের সূত্র ধরে এই প্রসঙ্গের পাশাপাশি এর বিকল্প হিসাবে কি ব্যবহার করা হবে! কিভাবে ব্যবহার করা হবে? সেই বিষয়টিও বিস্তারিতভাবে জানানো হবে গ্রাহকদের।

এমপাসবুক অ্যাপ:
এই অ্যাপের মাধ্যমে পিএনবির গ্রাহকরা ব্যাঙ্কের সমস্ত স্টেটমেন্ট দেখতে পেতেন। অর্থাৎ এই অ্যাপ গ্রাহকদের কাছে ই-পাসবুক হিসাবে কাজ করতো। যে সমস্ত গ্রাহকরা এই অ্যাপে লগইন করেছিলেন তাদের আলাদা করে ব্যাঙ্কে গিয়ে পাসবুক আপডেট করতে হতো না। এই অ্যাপে গেলেই নিজের ব্যাঙ্কের সমস্ত লেনদেন দেখতে পেতেন তারা। আর এবার এই অ্যাপই বন্ধ হয়ে যেতে চলেছে ১-লা ডিসেম্বর থেকে।

এর পরিবর্তে গ্রাহকদের জন্য রয়েছে নতুন বিকল্প। এবার থেকে গ্রাহকরা পিএনবি ওয়ান অ্যাপের মাধ্যমেই ব্যাঙ্কের সমস্ত তথ্য পেয়ে যাবেন। পাশাপাশি লেনদেন সংক্রান্ত সমস্ত কিছুর বৈশিষ্ট্যও বর্তমান থাকবে এই অ্যাপে। এমনকি ক্রেডিট ও ডেবিট কার্ডের জন্য আবেদনও করা যাবে এই অ্যাপ থেকেই। এছাড়াও মিলবে একাধিক ব্যাঙ্কিং সুবিধা।

পিএনবি ওয়ান অ্যাপ কিভাবে ব্যবহার করবেন?

১) প্রথমেই প্লে স্টোর থেকে নামিয়ে নিতে হবে পিএনবি ওয়ান অ্যাপ।
২) এরপর নতুন গ্রাহক হিসেবে সেই অপশন বেছে নিতে হবে।
৩) এরপর পিএনবির অ্যাকাউন্টের সাথে যুক্ত বৈধ মোবাইল নম্বর ও অ্যাকাউন্ট নম্বর দিয়েই করতে হবে লগইন।
৪) লগইন করার পরেই দেওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেটি উপযুক্ত জায়গায় দিয়ে এগিয়ে যেতে হবে।
৫) ডেবিট কার্ড, আধার কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মধ্যে যেকোনো একটি অপশন বেছে নিতে হবে।
৬) ডেবিট ও ক্রেডিট কার্ডের অপশন বেছে নিলেই কার্ডের পাশাপাশি ব্যাঙ্কের সমস্ত তথ্য নিবন্ধিত করতে হবে অ্যাপে।
৭) এই সমস্ত তথ্য নিবন্ধিত করা হয়ে যাওয়ার পরেই লগইন ও লেনদেনের জন্য পাসওয়ার্ড সেট করে নিতে হবে।
৮) এরপরের ধাপে রেজিস্ট্রেশন হয়ে গেলে মেসেজের মাধ্যমে ইউজার আইডি আসবে।
৯) শেষে এই অ্যাপে সাইনইন করে এমপিন সেট করে দিলেই ব্যবহার করা যাবে এই অ্যাপ।

Related Articles

Back to top button