বাজারে এলো মারুতির প্রথম ইলেকট্রিক গাড়ি, লম্বা রেঞ্জের সাথে পাবেন অবিশ্বাস্য ফিচার্স
মারুতি সুজুকি এই ইলেকট্রিক গাড়িতে প্যাসেঞ্জারের নিরাপত্তার কথা বিবেচনা করে ৪টি এয়ার-ব্যাগ দেখা যেতে পারে।
দিনের পর দিন ভারত তথা বিশ্ব বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমূলের কারণে গাড়ি চালাতে ভয় পাচ্ছেন সাধারণ নাগরিক। হাজারও প্রতিকূলতা পার করে শখের গাড়ি ক্রয় করলেও জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে সেই গাড়ি চালাতে ভয় পাচ্ছেন তারা। ফলে বিগত কয়েক বছরে ভারত তথা বিশ্ব বাজারে চোখে পড়ার মতো হারে কমেছে ডিজেল কিংবা পেট্রোল গাড়ির বিক্রি। তার বদলে দিনের পর দিন বেড়েই চলেছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। আজকের নিবন্ধে আমরা আপনাদের সামনে এমন একটি দুর্ধর্ষ ইলেকট্রিক গাড়ির সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি, যার অবিশ্বাস্য বৈশিষ্ট্যে মুগ্ধ হবেন আপনি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
ইভিএক্স কনসেপ্ট মডেলের উপর ভিত্তি করে মারুতি সুজুকি তাদের প্রথম ইলেক্ট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে ভারতের বাজারে। গাড়িটির আকৃতি সম্পর্কে কোম্পানি তরফ থেকে বলা হয়েছে, এই বৈদ্যুতিক গাড়ির দৈর্ঘ্য ৪৩০০ মিমি, প্রস্থ ১৮০০ মিমি এবং উচ্চতা ১৬০০ মিমি হবে। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, সুজুকি ইভিএক্স ইলেকট্রিক গাড়িটি একবার সম্পূর্ণ চার্জে ৫০০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের প্রথমদিকে নিজস্ব কারখানায় সুজুকি ইভিএক্স ইলেকট্রিক গাড়ির উৎপাদন শুরু হবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। পাশাপাশি, গ্রাহকরা ২০২৫ সালের প্রথমদিকে গাড়িটি ক্রয় করতে পারবেন। যদি গাড়িটির ডিজাইনের কথা বলি, তবে এর অভ্যন্তরীণ ডিজাইন হবে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত। মনে করা হচ্ছে, ২টি স্পোক স্টিয়ারিং হুইল এবং মাল্টি টাচ কন্ট্রোলার প্রযুক্তির দেখা মিলবে এই গাড়িটিতে।
এছাড়া মারুতি সুজুকি এই ইলেকট্রিক গাড়িতে প্যাসেঞ্জারের নিরাপত্তার কথা বিবেচনা করে ৪টি এয়ার-ব্যাগ দেখা যেতে পারে। তাছাড়া, ক্লাইমেট কন্ট্রোলার, হ্যাজার্ড লাইট সুইচ, মেনু কন্ট্রোলারের মত প্রযুক্তির সংমিশ্রণ দেখা যাবে এই গাড়িটিতে। তবে ভারতের বাজারে ভবিষ্যৎ প্রজন্মের এই গাড়িটির বিক্রয় মূল্য কত হবে, সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করেনি সংস্থাটির কর্ণধর।