ক্রমাগত সমর্থক কমছে দুই দলের। গত লোকসভা ভোটে বাংলায় জামানত বাজেয়াপ্ত হয়েছে দুই দলের অধিকাংশ প্রার্থীর। সেই জায়গায় দাঁড়িয়ে ক্রমাগত অপ্রাসঙ্গিক হতে থাকা দলের রাজনীতিতে ভেসে থাকার চেষ্টার ফল জোট গড়ে উপনির্বাচনে লড়া। আগামী ২৫ শে নভেম্বর খড়গপুর সদর, করিমপুর ও কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জোট গড়ে লড়ার সিদ্ধান্ত নিয়েছে বাম ও কংগ্রেস। খড়গপুর সদর ও কালিয়াগঞ্জে প্রার্থী দেবে কংগ্রেস এবং করিমপুর বিধানসভায় বামেদের হয়ে লড়বে সিপিআইএম। এই জোট আগামী ২০২১-এর নির্বাচন পর্যন্ত থাকবে বলে জানিয়েছেন বাম ও কংগ্রেস নেতৃত্ব।
ইতিমধ্যে তিন কেন্দ্রে প্রার্থীও ঠিক করা হয়ে গেছে বলেই জানা গেছে। আজই আলাদা আলাদা ভাবে প্রার্থী ঘোষণা করতে পারেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিন কেন্দ্রের সম্ভাব্য প্রার্থীরা হলেন কংগ্রেসের তরফে কালিয়াগঞ্জে ধৃতশ্রী রায় ও খড়গপুর সদর কেন্দ্রে চিত্তরঞ্জন মন্ডল এবং বামেদের পক্ষে করিমপুর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী বাবুসোনা সরকার। তবে, জনসমর্থন কমতে থাকা দুই দল জোট গড়ে কতটা লড়াই দিতে পারে সেদিকেই তাকিয়ে বঙ্গ রাজনীতি।