টেক বার্তা

গুগলের সাহায্যে Jio আনলো Jio Glass, জানুন কি কাজে লাগে বা দাম কত?

Jio Glass হল একটি স্মার্ট ডিভাইস যা আপনাকে ভার্চুয়াল জগতে নিয়ে যায়

Advertisement

প্রযুক্তির উন্নতির সাথে সাথে নিত্যদিন মানুষের হাতে আসছে নতুন নতুন গ্যাজেট। আজকাল গ্যাজেট তালিকায় ব্যাপক চর্চায় আসছে ভার্চুয়াল গ্লাস। অ্যাপেল, গুগলের মত কোম্পানি আজকাল এই ভার্চুয়াল গ্লাসের একের পর এক ভার্সন লঞ্চ করছে। পিছিয়ে নেই জিও কোম্পানি। রিলায়েন্স এবার লঞ্চ করতে চলেছে Jio Glass। এটি লঞ্চ না হলেও এরআগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে Jio Glass ব্যবহার করেছিলেন। গ্লাসটি প্রথমবারের মতো ২০২০ সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড অর্থাৎ RIL-এর ৪৩ তম বার্ষিক সাধারণ সভায় উপস্থাপন করা হয়েছিল। কি এই Jio Glass? কি কাজে লাগে?

আজকাল Jio Glass নিয়ে ব্যাপক উত্তেজনা টেকপ্রেমীদের জন্য। এখনও এই গ্লাসের দাম ঘোষণা করা হয়নি। Jio Glass হল একটি স্মার্ট ডিভাইস। এটি ব্যবহারকারীদের অগমেন্ট রিয়েলিটি এবং ভার্চুয়াল এক্সপেরিয়েন্স প্রদান করে। এই গ্লাসে একটি ক্যামেরা এবং স্পিকার ইনস্টল পাবেন। এছাড়া এই চশমায় দুটি মাইক্রোফোনও দেওয়া হয়েছে। এই গ্লাস গুগল কোম্পানির সহযোগিতায় তৈরি করা হয়েছে।

কি কাজে লাগে এই Jio Glass? আপনাদের জানিয়ে রাখি চোখে পড়ার এই স্মার্ট ডিভাইসের মাধ্যমে থ্রিডি মডেল, হলোগ্রাফিক প্রজেকশন দেখা, উন্নত ভিডিও কনফারেন্সিং করা যায়। মোবাইলের সাথে যুক্ত করে আপনি নিজেকে ভার্চুয়াল দুনিয়ায় অনুভব করতে পারবেন। গ্লাসে লাগানো মাইক্রোফোন ও ক্যামেরার মাধ্যমে আপনি নিজেকে ভার্চুয়াল জগতের মাঝে আছেন বলে মনে করবেন। এগুলি খুব শীঘ্রই ভারতে লঞ্চ হবে।

Related Articles

Back to top button