খেলাক্রিকেট

লজ্জার রেকর্ড, ভারতের কাছে ১০০ রানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল টিম ইংল্যান্ড

যেখানে লাখনৌয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রজেক্টেড স্কোর ২৭০-এর কাছাকাছি, সেখানে ভারত ২২৯ রান নিয়ে লড়াই শুরু করে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে।

Advertisement

গতকাল লাখনৌয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঘটেছে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক ঘটনাটি। ইতিপূর্বে বিশ্বকাপের আসরে এমন লজ্জাজনক ঘটনা চোখে পড়েনি কারোর। চলতি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর লড়াইয়ে টাকে থাকতে হলে কালকের ম্যাচে জয় নিশ্চিত করতেই হত ইংল্যান্ডকে। তবে ভারতের বিপক্ষে জয় তো দূরের কথা, বিশ্বকাপের ইতিহাসে লজ্জার কলঙ্ক নিজেদের গায়ে লেপন করেছে ব্রিটিশ বাহিনী।

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, বিশ্বকাপের অতি গুরুত্ব ম্যাচে গতকাল টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জজ বাটলার। যদিও সেই সিদ্ধান্ত সময়ের সেরা বলে দাবি করেছিলেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা। পরিকল্পনা মত শুভমান গিল, বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ারকে ইনিংসের শুরুতেই আউট করে ভারতকে বড় ধাক্কা দেয় ইংল্যান্ড। তবে রোহিত শর্মার ৮৭ রানের ইনিংস, সূর্য কুমার যাদবের ৪৯ রানের ইনিংস এবং কে এল রাহুলের ৩৯ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত ওভার শেষে মাত্র ২২৯ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া।

যেখানে লাখনৌয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রজেক্টেড স্কোর ২৭০-এর কাছাকাছি, সেখানে ভারত ২২৯ রান নিয়ে লড়াই শুরু করে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে। অল্প রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ব্রিটিশ দুই ওপেনার। তবে ব্রিটিশ বাহিনীর উপর প্রথম আঘাত হানেন জসপ্রিত বুমরাহ। এরপর মোহাম্মদ সামির নিখুঁত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারিনি ইংল্যান্ডের কোন ব্যাটসম্যান। দলের হয়ে মোহাম্মদ সামি ৪টি, জসপ্রিত বুমরাহ ৩টি এবং কুলদীপ যাদব ২টি উইকেট দখল করেন। ফলশ্রুতিতে মাত্র ৩৪.৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

কি কি রেকর্ডের সৃষ্টি হল?

১. গতকাল ভারতের বিপক্ষে ইংল্যান্ড মাঠে নেমে একাধিক লজ্জার রেকর্ড সৃষ্টি করেছে। একদিনের বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত কোন দল রান তাড়া করতে নেমে ১৫.১ ওভার হাতে রেখে ম্যাচ হারেনি।
২. চলতি বিশ্বকাপে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গেল ইংল্যান্ড।
৩. বিশ্বকাপের মেগা আসরে ৩ ম্যাচ হাতে রেখে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত।
৪. রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার ১০০তম ম্যাচে ১০০ রানের ব্যবধানের জয়।

Related Articles

Back to top button