টেক বার্তা

TVS এর এই নতুন বাইকের কাছে পরাজিত হবে KTM ও, জানুন সব ফিচার

এই নতুন বাইক আপনি KTM 125 এর বিপরীতে কিনতে পারবেন

Advertisement

আজকালকার দিনে ভারতে বাইকের একটা আলাদা জনপ্রিয়তা তৈরি হয়েছে। এখন বাইক ভারতে এতটাই বড় স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠেছে যে সবারই এখন বাইক চাই। এই বাইকের বাজারে সবথেকে বেশি বিক্রি হয় Ktm কোম্পানির বাইকের। KTM 125 ভারতের সবথেকে বেশি বিক্রি হওয়া বাইক এখনকার দিনে। বিশেষ করে এই ১২৫ সিসি সেগমেন্টে সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী এই KTM 125। তবে এবারে তাকেই পরাজিত করতে ১২৫ সিসি সেগমেন্টে একটি নতুন বাইক এসেছে যেটি KTM এর সমস্ত ক্রেজ শেষ করে দিতে পারে। এই বাইকটি হলো TVS কোম্পানির RAIDER। এই বাইকটি এখন ভারতে এতটাই বেশি জনপ্রিয় হয়েছে যে KTM 125 এর সামনে অনেকটাই ফিকে হয়ে গেছে। দারুন ডিজাইন, দারুন লুকস, এবং দারুন ইঞ্জিন ক্ষমতা ও অপটিমাইজেশন সবকিছু মিলিয়ে TVS RAIDER এখন ভারতীয়দের এক নম্বর পছন্দ হয়ে উঠেছে।

টিভিএস কোম্পানির এই নতুন বাইকে আপনি অনেক নতুন নতুন ফিচার দেখতে পাবেন। এর মধ্যে অন্যতম হলো TFT স্ক্রিন, ব্লুটুথ সংযোগের সাথে টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ভয়েস কমান্ড, কল অ্যালার্ট, মেসেজ নোটিফিকেশন। এছাড়াও, এই বাইকে আপনি ইকো ও পাওয়ার দুটি রাইডিং মোড পাবেন। এই বাইকের সমস্ত ফিচার এবং ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষমতা একেবারেই একটা স্পোর্টস বাইকের মতোই। এছাড়াও, এই বাইকে গিয়ার-শিফ্ট এবং অবস্থান নির্দেশক, টপ-স্পীড রেকর্ডার, ভয়েস নিয়ন্ত্রণ, দূরত্বের মতো প্রিমিয়াম বৈশিষ্ট্য রয়েছে।

TVS Raider 125 একটি অত্যন্ত শক্তিশালী বাইক যাতে একটি ১২৪.৮ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড, থ্রি-ভালভ পাওয়ার কুল ইঞ্জিন রয়েছে। এই শক্তিশালী ইঞ্জিনটি ৭,৫০০ RPM এ ১১.২ BHP শক্তি এবং ৬,০০০ RPM এ ১১.২ NM এর পিক টর্ক উৎপন্ন করতে পারে। গ্রামের কাঁচা রাস্তায় আপনি এটা চালাতে পারবেন। এছাড়াওএই স্পোর্টি লুকের বাইকটি ৫৬.৭ kmpl এর চমৎকার মাইলেজ দেয়। ফলে সবদিক থেকেই এই বাইকটি আপনার এখনকার সবথেকে ভালো বাইক হয়ে উঠবে।

Related Articles

Back to top button