খেলাক্রিকেট

শ্রীলংকার বিপক্ষে স্বর্ণ বিজয়ী ফিল্ডার বেছে নিলেন শচীন টেন্ডুলকার, জানালেন এই ভারতীয় ক্রিকেটার ম্যাচ সেরা

গতকাল ম্যাচ শেষে সেরা ফিল্ডার নির্বাচনের ক্ষেত্রে অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে ভারতের ফিল্ডিং কোচ রামকৃষ্ণ শ্রীধরকে।

Advertisement

গতকাল বিশ্বকাপের ৩৩তম ম্যাচে শ্রীলঙ্কাকে খারাপ ভাবে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। যার ফলে ১৪ পয়েন্ট এবং +২.১০২ রান রেট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রোহিত শর্মারা। তাছাড়া গত কালকের ম্যাচে একদিনের ক্রিকেটার ইতিহাসে একাধিক রেকর্ড নিজেদের নামে করে নিয়েছে ভারতীয় দল। তবে গতকাল ম্যাচ শেষে মাঠের বাইরে ঘটে যাওয়া ঘটনা বর্তমানে সংবাদ শিরোনামে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।

আপনারা নিশ্চয়ই শুনেছেন, চলতি বিশ্বকাপে প্রত্যেকটি ম্যাচের সেরা ফিল্ডার বেছে নিচ্ছেন ভারতের ফিল্ডিং কোচিং স্টাফ রামকৃষ্ণ শ্রীধর। তিনি প্রতি ম্যাচের সেরা ফিল্ডারের গলায় পরিয়ে দিচ্ছেন একটি করে সোনার মেডেল। শুধু তাই নয়, মাঠের বাইরে এই সোনার মেডেল পড়ার জন্য ক্রিকেটারদের মধ্যেও চলছে জোরদার প্রতিযোগিতা। প্রত্যেক ক্রিকেটার এই প্রতিযোগিতায় শতভাগ সমর্থন অংশগ্রহণ করেছেন।

তবে গতকাল ম্যাচ শেষে সেরা ফিল্ডার নির্বাচনের ক্ষেত্রে অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে ভারতের ফিল্ডিং কোচ রামকৃষ্ণ শ্রীধরকে। কে এল রাহুলের অসাধারণ ক্যাচ নাকি পয়েন্টে দাঁড়িয়ে থাকা রবীন্দ্র জাদেজার জোরালো ক্যাচ, কোনটি ম্যাচের সেরা ফিল্ডিং? ভারতীয় ফিল্ডিং কোচ শ্রীধর গতকালকের ম্যাচের সেরা ফিল্ডার হিসেবে বেছে নিয়েছেন তিনজন ক্রিকেটারের নাম। এই তালিকায় তিনি কে এল রাহুলের পাশাপাশি রবীন্দ্র যাদেজা এবং শ্রেয়াস আইয়ারের নাম রেখেছেন।

তবে মাঠের বাইরে থেকে ভারতীয় ফিল্ডিং কোচের সমস্যা দূর করলেন ক্রিকেটের ঈশ্বর সচীন টেন্ডুলকার। তিনি গতকালকের ম্যাচের সেরা ফিল্ডার বেছে নিয়েছেন এক ম্যাচ পর্যালোচনা অনুষ্ঠানে। তিনি বলেন, স্লিপে দাঁড়িয়ে দুটি ক্যাচ নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে অসাধারণ ইনিংস খেলেছেন শ্রেয়াস আইয়ার। অবশ্যই গতকালকের ম্যাচের সেরা ফিল্ডাল হিসেবে তার গলায় সোনার মেডেল দেখা যেতেই পারে।

এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার ব্যর্থতার পর বিরাট কোহলি, শুভমান গিল এবং শ্রেয়াস আইয়ারের লম্বা ইনিংসের ওপর নির্ভর করে নির্ধারিত ওভার শেষে ভারত ৩৫৭ রান সংগ্রহ করে। এদিকে, ৩৫৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারতীয় বোলারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলংকার ব্যাটিং লাইন-আপ। মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৩০২ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় লঙ্কান বাহিনী।

Related Articles

Back to top button