টেক বার্তা

Royal Enfield Hunter 350 নিয়ে এসেছে নতুন দিওয়ালি অফার, এতো দামে পাবেন

এই নতুন বাইকটি আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় ইএমআই অপশনে

Advertisement

রয়েল এনফিল্ড এই দীপাবলিতে তাদের হান্টার ৩৫০ এর উপরে বেশ কিছু নতুন অফার নিয়ে এসেছে। রয়েল এনফিল্ড কোম্পানির এই বাইকটি এখন আপনি অনেক সাশ্রয়ী মূল্যে কিনতে পারেন। এছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন এই বাইকের সাথে বেশ কিছু এমন ইএমআই অপশন যা এর আগে আপনি কখনো দেখতে পাননি। এই বাইকে আপনি পাচ্ছেন রয়েল এনফিল্ড এর সর্বাধিক বিক্রিত ৩৫০ সিসি ইঞ্জিন। এই ইঞ্জিনটি কিন্তু এনফিল্ড ক্লাসিক এবং বুলেটে ও ব্যবহার করতে সংস্থাটি। আপনি যদি এরকম একটি বাড়িতে আনতে চান এই দীপাবলীর মরশুমে, তাহলে এটা হতে চলেছে আপনাদের জন্য সবথেকে ভালো সময়।

ভারতীয় বাজারে এই মুহূর্তে রয়েল এনফিল্ড হান্টার বাইকের দাম ১.৭৪ লক্ষ টাকা থেকে ২.০২ লক্ষ টাকা পর্যন্ত। যদি আপনার কাছে এখনই এত টাকা না থাকে তাহলে ২০,০৯৯ টাকা ডাউন পেমেন্ট করে আপনি এই বাইক কিনতে পারেন। আপনাকে প্রতি মাসে তিন বছরের জন্য দিতে হবে ৫,৩০২ টাকা করে ইএমআই। ৮% করে সুদ গ্রহণ করা হবে এই ইএমআই এর ক্ষেত্রে। আপনার শহর বা ডিলারশিপের উপরে নির্ভর করে এই সুদের পরিমাণ পরিবর্তিত হতে পারে। তবে মোটামুটি ৮ শতাংশের কাছাকাছি আপনি সুদ দিলে এই বাইক আপনি কিনতে পারবেন।

হান্টার ৩৫০ ভারতীয় বাজারে মোট তিনটি ভেরিয়েন্ট নিয়ে এসেছে। এর মধ্যে আপনি আটটি আলাদা আলাদা রঙের বিকল্প পেয়ে যাবেন। রয়েল এনফিল্ড হান্টার একটি শক্তিশালী স্পোর্টি বাইক যার বর্তমানে ভারতীয় বাজারে একটা দারুণ চাহিদা রয়েছে। এই বাইকের মোট ওজন ১৮১ কিলোগ্রাম। রয়েল এনফিল্ড ক্লাসিক ৩৫০ এর মতই এই বাইকেও একটি ৩৪৯ সিসি এয়ার/ অয়েল কুল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এই বাইকে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেটি ৬১০০ আরপিএম গতিতে ২০.২ bhp এবং ৪০০০ আরপিএম গতিতে ২৭ নিউটন মিটার পিক টর্ক জেনারেট করতে পারে। এই বাইকের সর্বোচ্চ গতি ১১৪ কিলোমিটার প্রতি ঘন্টা। আপনি এই বাইকে একটি ১৩ লিটারের ফুয়েল ট্যাংক পেতে চলেছেন যা আপনাকে ৩৫ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ দেবে। এর সাথেই আপনি একটি বাইকে ওয়েট মাল্টিপ্যাল ক্লাচ প্রযুক্তি পেয়ে যাবেন। এই বাইকটি ভারত সরকারের নতুন বিএস ৬ প্রযুক্তির উপরে নির্মিত হয়েছে। এই বাইকে আপনি সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেম পেয়ে যাবেন। এই বাইকের সামনের দিকে ৩০০ মিলিমিটার এবং পিছনে ১৫৩ মিলিমিটার ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। এই বাইকে আপনি অ্যালয় হুইল পেয়ে যাবেন।

Related Articles

Back to top button