সেভিংস একাউন্টের ব্যালেন্স কি মাইনাসে যেতে পারে? জেনে নিন আরবিআই-র নতুন নিয়ম
আপনার যদি একটি ব্যাংক একাউন্ট থাকে তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ
অধিকাংশ ব্যাংক তাদের গ্রাহকদের ব্যাংক একাউন্টে নূন্যতম ব্যালেন্স বজায় রাখার অনুরোধ করে থাকে। এই ব্যালেন্স না থাকলে ব্যাংক প্রায়শই জরিমানা বা চার্জ গ্রহণ করে থাকে। কিন্তু যখন এই জরিমানাগুলো প্রায় খালি একাউন্টে আরোপ করা হয় তখন কি হবে? তাহলে কি এই অ্যাকাউন্ট নেগেটিভ ব্যালেন্সে চলে যাবে? আমরা আসলে বলতে চলেছি রিজার্ভ ব্যাংকের নতুন নিয়মের ব্যাপারে।
বেশিরভাগ ব্যাংক তাদের সেভিংস একাউন্টে নূন্যতম ব্যালেন্স বজায় রাখে এবং এর জন্য তারা একটি নির্দিষ্ট পরিমান ধার্য করে থাকে। যদি ব্যালেন্স সেই নির্ধারিত পরিমানে থেকে কম হয় তাহলে ব্যাংক সেই পরিমাণ টাকা কেটে নেবে। এর জন্য ব্যাংক একটা আলাদা জরিমানা চার্জ ধার্য করে। প্রত্যেকটি ব্যাংকের জরিমানার পরিমাণ কিন্তু আলাদা আলাদা হয় এবং এটা শাখা অনুযায়ী পরিবর্তিত হতে পারে। শহরাঞ্চলের শাখাতে ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখার জন্য বেশি টাকা কাটা হয়। অন্যদিকে গ্রামাঞ্চলে কম টাকা কাটা হয়।
ব্যাংকগুলিকে এসএমএস ইমেইল বা শারীরিক চিঠির মাধ্যমে নূন্যতম ব্যালেন্স রাখার বিষয়ে গ্রাহকদের জানাতে হবে বলে জানিয়েছে আর বি আই। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, নোটিশ দেওয়ার এক মাসের মধ্যে নূন্যতম ব্যালেন্স না রাখলে জরিমানা করা হতে পারে। গ্রাহকদের আবার ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার জন্য সময় দিয়ে থাকে যেকোনো ব্যাংক। তবে এই সময় এক মাসের কম হতে পারে না। যদি এক মাস পরে ব্যাংক গ্রাহকদের অবহিত করতে পারে তাহলে কিন্তু জরিমানা আরোপ হবে।