চন্দননগরে জগধাত্রী পুজোতেও গেরুয়া ঝড়। আজ পঞ্চমীর দিন চন্দননগরে পাঁচটি পুজোর উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এই প্রথম চন্দননগরে এতগুলো পুজোর উদ্বোধন করল বিজেপির কোনো নেতা। লোকসভা ভোটে ১৮ টি আসন পাওয়ার পর রাজ্যে ক্রমশ শক্তি বিস্তার করছে বিজেপি। বিজেপির সেই উত্থানে বাদ যায়নি দুর্গাপুজো থেকে জগধাত্রী পুজো। এবছর দুর্গাপুজোতে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে পুজো উদ্বোধন করেছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কালি পুজোতেও একই ছবি দেখা গিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল জগধাত্রী পুজো।
চন্দননগরে জগধাত্রী পুজোতেও গেরুয়া ঝড়। আজ পঞ্চমীর দিন চন্দননগরে পাঁচটি পুজোর উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এই প্রথম চন্দননগরে এতগুলো পুজোর উদ্বোধন করল বিজেপির কোনো নেতা। এদিন দিলীপ ঘোষ চন্দননগরের ঐতিহ্যবাহী কাপড়ের পট্টি ও নিচু পট্টির দুটো পুজো উদ্বোধন করেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএছাড়া কলপুকুর এলাকা সহ আরও দুটো পুজোর উদ্বোধন করেন মেদিনীপুরের সাংসদ। লোকসভা ভোটে ১৮ টি আসন পাওয়ার পর রাজ্যে ক্রমশ শক্তি বিস্তার করছে বিজেপি। বিজেপির সেই উত্থানে বাদ যায়নি দুর্গাপুজো থেকে জগধাত্রী পুজো। এবছর দুর্গাপুজোতে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে পুজো উদ্বোধন করেছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কালি পুজোতেও একই ছবি দেখা গিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল জগধাত্রী পুজো।