দেশনিউজ

জেলে কি অবস্থায় রাত কাটাছেন পি চিদম্বরম? জানলে চমকে উঠবেন

Advertisement

আইএনএক্স দুর্নীতি মামলায় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম জামিন পেলেন না। তার অন্তবর্তী জামিন এদিন খারিজ করে দিলো দিল্লি হাইকোর্ট। শারীরিক অসুস্থতার জন্য হায়দ্রাবাদে চিকিৎসা করাতে চেয়ে জামিন চেয়েছিলেন দিল্লি হাইকোর্টে। আদালতের তরফ থেকে দিল্লির এইমসে সাত সদস্যের একটি বোর্ড গঠন করে চিদম্বরমের শারীরিক অবস্থার রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। শুক্রবার দিল্লি হাইকোর্টে শুনানি চলার সময় সেই রিপোর্টটি পেশ করা হয়। চিকিৎসকদের তরফ থেকে বলা হয় চিদম্বরমের শরীরে অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। তাই তার হায়দ্রাবাদে যাওয়ার দরকার নেই। এরপরই জামিনের আর্জি খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট।

তিহার জেলে থাকাকালীন গত সোমবার চিদম্বরমের হঠাৎই শরীর খারাপ হয়। সেখান থেকে তাকে এইমসে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তারপরই শারীরিক অসুস্থতা দেখিয়ে আদালতে জামিনের আবেদন করেন চিদম্বরম। তিনি জানান হায়দ্রাবাদের নাগেশ্বর রেড্ডির কাছে তিনি বরাবর চিকিৎস করান, তাকেই দেখাতে চান। এরপরই আদালতের তরফে নাগেশ্বর রেড্ডি সহ সাত চিকিৎসককে নিয়ে এইমসে মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশ দেওয়া হয়।

সেই রিপোর্টই এদিন শুনানির সময় জমা পড়ে আদালতে। তার প্রেক্ষিতেই আদালতের এই নির্দেশ। জামিন না মঞ্জুর হলেও জেলে চিদাম্বরমকে মিনারেল ওয়াটার ও মাস্ক দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাকে পরিষ্কার কুঠুরিতে রাখা, বাড়ির খাবার এবং মশারি দেওয়ার নির্দেশ দেওয়া হয় দিল্লি হাইকোর্টের তরফ থেকে।

Related Articles

Back to top button