8th Pay Commission: অষ্টম বেতন কমিশন সংক্রান্ত আপডেট, আগামী বছর সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় কর্মীরা
কেন্দ্রীয় কর্মীরা এবারে আরো বেশি বেতন পেতে চলেছেন
কেন্দ্রীয় সরকার সব সময় ভারতের সাধারণ কর্মীদের জন্য নতুন নতুন প্ল্যান নিয়ে আসে। তারা মাঝে মধ্যেই এমন কিছু সুখবর মানুষদের দিয়ে থাকে, যা শুনলে তারা রীতিমতো আমোদিত হয়ে উঠতে পারেন। এবারে সেরকম একটি খবর চলে এলো কেন্দ্রীয় কর্মচারীদের জন্য। সারা দেশের কর্মচারীরা এখন অষ্টম বেতন কমিশনের জন্য অপেক্ষা করছেন। আর এই সময়ে কর্মীদের জন্য খুব ভালো খবর দিতে পারে কেন্দ্রীয় সরকার। জি বিজনেস এর একটি খবর অনুসারে, সরকার শীঘ্রই সপ্তম বেতন কমিশনের পরে অষ্টম বেতন কমিশন আনতে পারে। আপাতত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে, সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, নতুন বেতন কমিশন গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছে।
জি বিজনেসের খবর অনুযায়ী, ৮ম বেতন কমিশন নিয়ে দিল্লিতে কর্মচারী ও পেনশনভোগীদের আন্দোলন চলছে। এক মাসে দ্বিতীয়বারের মতো বেতন কমিশনের কাছে ব্যাখ্যা দাবি করছেন কর্মীরা। সরকার যদি এই সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে কর্মচারীদের ন্যূনতম বেতনে বড় ধরনের বৃদ্ধি হতে পারে। যদিও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ করা হয়নি।
২০২৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে
২০২৪ সালে সারা দেশে নির্বাচন হওয়ার কথা। এমতাবস্থায় সরকার কর্মচারীদের নতুন বেতন গঠন নিয়েও আলোচনা করতে পারে। বর্তমানে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। যদি সূত্রের খবর বিশ্বাস করা হয়, তবে সরকার পে কমিশনের জন্য কোনও প্যানেল গঠনের প্রয়োজন হবে না বলে মনে করছে। এ ছাড়া বেতন সংশোধনের জন্য একটি নতুন ফর্মুলাও তৈরি করতে হবে।
২০২৪ সালে নতুন বেতন কমিশন
সূত্রের খবর, ২০২৪ সালে অষ্টম বেতন কমিশন গঠন করা হবে। এরপর প্রায় দেড় বছরের মধ্যে এটি বাস্তবায়নের কথা রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার পর কেন্দ্রীয় কর্মীদের বেতন বাম্পার বাড়তে চলেছে। এছাড়াও, ফিটমেন্ট ফ্যাক্টরেও পরিবর্তন হতে পারে।
বেসিক বেতন ৪৪.৪৪ শতাংশ বাড়তে পারে
অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার পর কেন্দ্রীয় কর্মীদের একেবারে লটারি লেগে যাবে। এছাড়াও, কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টরও প্রায় ৩.৬৮ গুণ বৃদ্ধি পাবে। গণমাধ্যমের খবর অনুযায়ী, কর্মচারীদের মূল বেতনও প্রায় ৪৪.৪৪ শতাংশ বাড়তে পারে।