বিজেপি-র সাথে সরকার গড়বে নাকি এনডিএ জোট ছেড়ে সরকার গঠনে উদ্যোগী হবে উদ্ভব ঠাকরে এ বিষয়ে ধোঁয়াশা বাড়ছে আরব সাগরের উপকূলে। বিজেপি-কে ছাড়াই শিবসেনা সরকার গড়ার ক্ষমতা রাখে, এমন বিবৃতিও ঘুরেফিরে বেড়াচ্ছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে। এরই মাঝে জল্পনা বাড়িয়েছে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ও শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বৈঠক।
আরব সাগরের তীরে কান পাতলেই শোনা যাচ্ছে অন্য অঙ্কের কথা। মহারাষ্ট্রে বিজেপি-কে ছাড়াই সরকার গড়তে দীর্ঘদিনের বৈরিতা ভুলে হাত মেলাতে পারে শরদ পাওয়ার ও উদ্ভব ঠাকরে। সেক্ষেত্রে তাদের মোট বিধায়ক সংখ্যা হবে ১১০ জন। শিবসেনার ৫৬ ও এনসিপি-র ৫৪ জন বিধায়কের সাথে যদি কংগ্রেসের ৪৬ জন বিধায়ক সমর্থন করেন তাহলে বিজেপি-কে ছাড়াই গঠিত হবে মহারাষ্ট্র বিধানসভা। সূত্রের খবর, কংগ্রেসও বাইরে থেকে সমর্থন করতে রাজি আছে শিবসেনা-এনসিপি জোটকে। তবে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নয় কোনপক্ষই। অন্যদিকে বিজেপির দাবি, সরকার গড়বে তারাই। বহু শিবসেনা বিধায়ক গোপনে বিজেপির সাথে যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন মহারাষ্ট্র বিজেপি।