বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে গভীর নিম্নচাপ। যা আগামী ভবিষ্যতে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এই নিম্নচাপ। এই সপ্তাহেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং এর জেরে পশ্চিমবঙ্গের একাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা সেটা এখনও পর্যন্ত সরকারিভাবে জানানো হয়নি। আপাতত ভারতীয় মৌসাম ভবনের তরফে জানানো হয়েছে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং তাও আগামী ভবিষ্যতে ঘনীভূত হবে বলে মনে করা হচ্ছে।
ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে আগামী মঙ্গলবার এর আশেপাশে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উত্তরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যা পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মধ্য এবং সংলগ্ন বঙ্গোপসাগরের উপরে আগামী বৃহস্পতিবার এর মধ্যে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং সেই নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার বা বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে। আন্দামান সাগরের উপরে ঘন্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝড় উঠবে। কখনো কখনো এই মেঘ ৫৫ কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে।
একই বেগে বুধবার এবং বৃহস্পতিবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে বৃষ্টি হবার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদরা অনুমান করছেন, বঙ্গোপসাগর একটি ঘূর্ণিঝড় তৈরি হবার সম্ভাবনা রয়েছে ব্যাপকভাবে। সেটার সম্ভাব্য অভিমুখ হতে পারে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ। সেক্ষেত্রে বাংলার একাংশে বৃষ্টির সম্ভাবনা আছে।