প্রাইভেট সেক্টর ব্যাংক ইয়েস ব্যাংক সম্প্রতি জানিয়েছে তৃতীয় কোয়ার্টারে তাদের ক্ষতি হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা। বিভিন্ন শিল্পপতিরা ঋণ নিয়ে শোধ না করায় তাদের এই ক্ষতি বলে জানানো হয়েছে ইয়েস ব্যাংকের তরফ থেকে। আর এই ঋণ শোধ না করার জন্যই বাড়ছে বাণিজ্যিক ব্যাংক গুলির অনুৎপাদক সম্পদ বা NPA. তৃতীয় ত্রৈমাসিকে ইয়েস ব্যাংকেরও বেড়েছে NPA. গত জুন ত্রৈমাসিকে যেখানে ইয়েস ব্যাংকের অনুৎপাদক সম্পদ ছিল ৫.০১% সেখানে সেপ্টেম্বর ত্রৈমাসিক রিপোর্টে ইয়েস ব্যাংকের-এর মোট অনুৎপাদক সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৭.৩৯%-এ।
প্রসঙ্গত গত বছর এই ত্রৈমাসিকে ইয়েস ব্যাংকের অনুৎপাদক সম্পদ ছিল ১.৬% মাত্র। গত বছর এই একই সময়ে যেখানে ইয়েস ব্যাংকের লাভ হয়েছিল ৯৬৫ কোটি টাকা, সেখানে ত্রৈমাসিকে তাদের ক্ষতি হয়েছে ৬০০ কোটি টাকা। চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ২,১৮৬ কোটি টাকা মোট আয় করেছে ইয়েস ব্যাংক। সম্প্রতি তথ্য জানার অধিকার আইন জানা যায়, ভারতে অনাদায়ী ঋণের পরিমাণ ১ লাখ ৭৬ হাজার কোটি টাকা। বিভিন্ন ব্যাংকে ১০০ কোটির বেশি NPA আছে এমন অ্যাকাউন্টের সংখ্যা ৪০০ এরও বেশি।