খেলাক্রিকেট

প্রোটিয়াদের পরাস্ত করে বিশ্বকাপের ফাইনালে প্রবেশ অস্ট্রেলিয়ার, রবিবার ৫ বারের চ্যাম্পিয়নের বিপক্ষে মাঠে নামবে ভারত

২১৩ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে ওপেনিং যুক্তিতে দুর্দান্ত শুরু করলেও মিডির অর্ডারে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে অস্ট্রেলিয়া।

Advertisement
Advertisement

গতকাল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অভেদ্য দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে পরাজিত করে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। যদিও চলতি বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি ক্যাঙ্গারুদের। গ্রুপ পর্যায়ে টানা দুটি ম্যাচে পরাজয়ের মাধ্যমে চলতি বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল অস্ট্রেলিয়া। অন্যদিকে, গ্রুপ পর্যায়ে একপ্রকার অপ্রতিরোধ্য দল হিসেবে নিজেদের অস্তিত্বের প্রমাণ দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে সেমিফাইনালে পৌঁছাতেই পাল্টে গেল দুই দলের পূর্ণাঙ্গ সমীকরণ।

Advertisement
Advertisement

চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে শক্তিশালী নিউজিল্যান্ডকে ৭০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে, সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে অপ্রতিরোধ্য দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে প্রবেশ করেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এই নিবন্ধে আমরা আপনাদের বলি, এই নিয়ে অষ্টমবারের জন্য ওডিআই ক্রিকেটের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া।

Advertisement

যদি গত কালকের ম্যাচ সম্পর্কে বলি তবে প্রথমে আমরা আপনাদের বলি, টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বহুমা। তবে অস্ট্রেলিয়ান পেসারদের সামনে রীতিমতো গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইন-আপ। দলের হয়ে সর্বোচ্চ ১০১ রানের ইনিংস খেলেন মার্করাম। মূলত, একজনের লম্বা ইংনিসের উপর ভর করে সবকটি উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করতে সক্ষম হয় প্রোটিয়ারা।

Advertisement
Advertisement

এদিকে, ২১৩ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে ওপেনিং যুক্তিতে দুর্দান্ত শুরু করলেও মিডির অর্ডারে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে অস্ট্রেলিয়া। তবে ট্যাভিস হেডের ৬২ রানের ইনিংসের সুবাদে ৩ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। আমরা আপনাদের বলি, আগামী ১৯শে নভেম্বর গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে নামবে দু’বারের চ্যাম্পিয়ন ভারত।

Related Articles

Back to top button