অ্যাক্সিস ব্যাংকের বিরুদ্ধে আরবিআই-এর বড় পদক্ষেপ, করা হলো ৯০ লক্ষ টাকা জরিমানা, জানুন কারণ
রিজার্ভ ব্যাংকের তরফ থেকে একটি প্রেস রিলিজে বলা হয়েছে, কেওয়াইসি সংক্রান্ত তথ্য প্রদান করতে ব্যর্থ হয়েছে এই বেসরকারি ব্যাংকটি
ভারতীয় রিজার্ভ ব্যাংক এবারে বেসরকারি হাতের অ্যাক্সিস ব্যাংকের বিরুদ্ধে নিলো একটা বিশাল বড় পদক্ষেপ। অ্যাক্সিস ব্যাংকের বিরুদ্ধে ৯০ লক্ষ টাকার বেশি জরিমানা আরোপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বৃহস্পতিবার আরবিআই একটি বিবৃতিতে জানিয়েছে, বেসরকারি খাতের অ্যাক্সিস ব্যাংকের উপরে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক। ২ নভেম্বর ২০২৩ এ একটি নোটিশ জারি করা হয়েছিল এই ব্যাংকের বিরুদ্ধে। ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছিল, যদি তারা আর বি আই নির্ধারিত নির্দেশিকা অনুসরণ না করেন তাহলে ৯০.৯৩ লক্ষ টাকা জরিমানা করা হবে। এখনো পর্যন্ত ব্যাংকের তরফ থেকে এই নির্দেশিকা পালন করা হয়নি এবং সেই কারণে আরবিআই এই সিদ্ধান্ত নিল অ্যাক্সিস ব্যাংকের বিরুদ্ধে।
আরবিআই জানিয়েছে, অ্যাক্সিস ব্যাংকের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেওয়াইসি সমস্যার জন্য। কেওয়াইসি সংক্রান্ত নির্দেশিকা ২০১৬ অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছিল এই প্রাইভেট ব্যাংকটিকে। এখনো পর্যন্ত তারা এই নির্দেশিকা পালন করে উঠতে পারেননি। সেই কারণেই ব্যাংকের বিরুদ্ধে এই বড় পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে আরবিআই। এই নির্দেশিকার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক আরও স্পষ্ট করেছে যে, নিয়ন্ত্রক সম্মতির ঘাটতিগুলির ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই পদক্ষেপের মাধ্যমে ব্যাংকের গ্রাহকদের কোন সমস্যা হবে না। যদি ব্যাংকের সাথে গ্রাহকের কোন লেনদেন বা চুক্তি থাকে তাহলে সেটার বৈধতাও প্রভাবিত হবে না।
আরবিআই থেকে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে, অ্যাক্সিস ব্যাংক কিছু কিছু ক্ষেত্রে গ্রাহক সনাক্তকরণ সম্পর্কিত তথ্য প্রদান করেনি আরবিআই তে। তাদের ঠিকানা এবং রেকর্ড সংরক্ষণ করতে এই ব্যাংক ব্যর্থ। এছাড়াও যারা ঋণ নিয়েছেন তাদের থেকে টাকা উদ্ধার করতেও ব্যর্থ হয়েছে এই ব্যাংক। অ্যাক্সিস ব্যাংকের রিকভারি এজেন্টদের আচরণ খুব একটা ভালো নয় বলে উঠে এসেছে রিজার্ভ ব্যাংকের তদন্ত রিপোর্টে। ফলে সব মিলিয়ে একাধিক অভিযোগ উঠেছে অ্যাক্সিস ব্যাংকের বিরুদ্ধে। সেই কারণেই এবারে এই সমস্ত অভিযোগের ভিত্তিতে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করল আরবিআই। জানা গিয়েছে, আরবিআই গভর্ণর শক্তিকান্ত দাস নিজে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ফলে শুধুমাত্র জরিমানা দেওয়া নয়, পরবর্তীতে কিন্তু অ্যাক্সিস ব্যাংককে খুব শীঘ্রই এই সমস্ত সমস্যার সমাধান করতে হবে। নতুবা আগামী ভবিষ্যতে এর থেকেও কড়া ব্যবস্থা গ্রহণ করতে পারে আরবিআই।