আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। দীর্ঘ প্রতীক্ষার পালা সাঙ্গ করে আজ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। ইতিমধ্যে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে রয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। চলতি বিশ্বকাপে সোনার ট্রফি কার হাতে উঠবে, তা নিয়ে চলছে ভবিষ্যৎবাণী। এই প্রসঙ্গে আমরা আপনাদের বলে রাখি, ইতিপূর্বে অস্ট্রেলিয়া ৫ বার বিশ্বকাপ জয় করেছে। যেখানে এই পরিসংখ্যানে ভারতের ঝুলিতে রয়েছে ২টি বিশ্বকাপ।
তবে চলতি বিশ্বকাপে মোটের উপর দুর্দান্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্ব থেকে শুরু করে টানা ১০টি ম্যাচে অপরাজিত থেকে চলতি বিশ্বকাপে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে রোহিত শর্মার দলটি। অন্যদিকে, প্রথম দুটি ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হলেও পরবর্তী ম্যাচগুলি বিশাল ব্যবধানে জয় লাভ করে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া। ফলে স্বাভাবিকভাবেই চলতি বিশ্বকাপের মেগা ফাইনালে যে কঠিন প্রতিদ্বন্দিত হবে, সে কথা ইতিমধ্যে মেনে নিতে শুরু করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
এদিকে, বিশ্বকাপের ফাইনাল ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার পূর্বে বড় ভবিষ্যৎবাণী করেছেন রোহিত শর্মার ছোটবেলার কোচ দিনেশ লাড। তিনি এদিন সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছেন, “অস্ট্রেলিয়াকে হারিয়ে চলমানরত বিশ্বকাপের সোনার ট্রফি ঘরে তুলবে টিম ইন্ডিয়া।” শুধু তাই নয়, কেন চলতি বিশ্বকাপে ফেভারিট হিসেবে ভারতীয় দলকে তিনি বেছে নিয়েছেন তারও পুঙ্খানুপুঙ্খ বিবৃতি দিয়েছেন দিনেশ লাড।
তিনি বলেন,”চলতি বিশ্বকাপে মোটের উপর দুর্দান্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। বোলিং থেকে শুরু করে ব্যাটিং, দারুন কম্বিনেশন সৃষ্টি হয়েছে ভারতীয় দলে। যার কারণে বিশ্বকাপের দিকে এক ধাপ এগিয়ে রয়েছে ব্লু-বাহিনী। শুধু তাই নয়, ওপেনিং ব্যাটিং জুটিতে প্রথম পাওয়ার-প্লে দুর্দান্ত ব্যবহার করছে ভারত। বিশেষ করে রেকর্ডের দিকে না তাকিয়ে রোহিত শর্মা যেভাবে সাহসী ব্যাটিং করছেন, তার ফলে মিডিল অডারের ব্যাটসম্যানদের জন্য রান করা আরও সহজ হয়ে যাচ্ছে। যা বিশ্বকাপ জয়ের দিকে ভারতকে আরও এক ধাপ এগিয়ে রেখেছে।”