World Cup Final 2023: ট্রফিকে সম্মান নয় বরং পা রেখে অপমান করলেন মিচেল মার্শ, এক হাতে নিলেন ভক্তরা
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতের মাটিতে শেষ হয়েছে ২০২৩ ওডিআই বিশ্বকাপের যাত্রা। ফাইনাল ম্যাচে ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে শক্তিশালী লড়াই উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা। গতকাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচে ৬ উইকেটে হেরে বিশ্বজয়ের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে টিম ইন্ডিয়ার। তবে ভারতীয় দলের পরাজয়ের চেয়েও বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এখন বেশি সমালোচিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। পুরো ঘটনা জানার আগে চলুন জেনে নেওয়া যাক গত কালকের ম্যাচের সারসংক্ষেপ-
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিংস। তবে ভারতীয় দলের হতাশা জনক ব্যাটিং পারফরমেন্স শিরোপা জয় সহজ করে দেয় অস্ট্রেলিয়া জন্য। শুরুতেই অপ্রয়োজনীয় শর্ট খেলে মাঠ ত্যাগ করেন শুভমান গিল। রোহিত শর্মার ব্যাট থেকে ৪৭ রানের ইনিংস এলেও লজ্জা জনক পারফরমেন্স করেন শ্রেয়াস আইয়ার। কে এল রাহুল এবং বিরাট কোহলির অর্ধশতরানের ইনিংসের ওপর নির্ভর করে ভারত সবকটি উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
যদিও শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪১ রানের লক্ষ্যমাত্রাটি ছিল অত্যন্ত সহজ। তবে শুরুতেই ৩ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের উপর চাপ সৃষ্টি করতে সক্ষম হয় ভারত। তবে ভারতীয় বোলারদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে দেন টেভিস হেড (১৩৭) এবং মার্নাস ল্যাবুসচেন (৫৮)। শেষ পর্যন্ত ৭ ওভার বাকি থাকতে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে জয়সূচক রানটি পেয়ে যায় অস্ট্রেলিয়া।
তবে শিরোপা জয়ের পরবর্তী ঘটনায় অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের এক হাতে নিয়েছে ক্রিকেট ভক্তরা। বিশ্বকাপ জয় করে ড্রেসিং রুমের ভেতরে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কর্মকান্ড প্রকাশ্যে আসতেই অবাক হয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরা এক ছবিতে দেখা যাচ্ছে, সামনে বিশ্বকাপ রেখে তার ওপর পা দিয়ে ফটোশুট করছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল মার্শ। যা দেখে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কর্মকান্ডের সমালোচনা শুরু করেছেন নেটিজেনরা। অনেকেই মিচেল মার্শের এমন কর্মকান্ডের জন্য তার শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন। আবার কেউ কেউ লিখেছেন, “অযোগ্যরা কখনোই প্রাপ্তির মূল্যায়ন করতে জানে না।”