ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিToday Trending Newsনিউজ

Bank Holiday in December: ডিসেম্বরে ১৮ দিন বন্ধ থাকবে ব্যাংক, জেনে নিন ছুটির সম্পূর্ণ ক্যালেন্ডার

ডিসেম্বর মাসে বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা দিনে ব্যাংক বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে

Advertisement

আপনার যদি ব্যাংকের কোন কাজ থাকে তাহলে এই মাসের মধ্যে সেরে ফেলুন কারণ আগামী ডিসেম্বর মাসে ব্যাংক কিন্তু ১৮ দিনের জন্য বন্ধ থাকবে। ডিসেম্বরে যদি আপনাকে ব্যাংকে যেতে হয় তাহলে আগে থেকে আপনাকে ছুটির তালিকা দেখে নিতে হবে। সব রাজ্যে যদিও ১৮ দিনের জন্য ব্যাংক বন্ধ নেই, কিন্তু সব মিলিয়ে আর বি আই এর ছুটির তালিকা অনুযায়ী ১৮ দিনের জন্য ব্যাংক বন্ধ রয়েছে সারা ভারতে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট অনুসারে চলুন দেখে নেওয়া যাক কোন কোন দিন ব্যাংক থাকবে বন্ধ।

১ ডিসেম্বর ২০২৩ – এই দিন রাজ্য উদ্বোধন দিবসের কারণে অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড এই দুটি রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে

৩ ডিসেম্বর ২০২৩ – ব্যাংক বন্ধ থাকবে রবিবার হওয়ার কারণে

৪ ডিসেম্বর ২০২৩ – সেন্ট ফ্রান্সিস জেভিয়ার উৎসবের কারণে গোয়াতে ব্যাংক বন্ধ থাকবে।

৯ ডিসেম্বর ২০২৩ – দ্বিতীয় শনিবার হওয়ার কারণে ব্যাংক বন্ধ থাকবে।

১০ ডিসেম্বর ২০২৩ – রবিবার হওয়ার কারণে ব্যাংক বন্ধ থাকবে।

১২ ডিসেম্বর ২০২৩ – এই দিন মেঘালয় ব্যাংক বন্ধ থাকবে পা-টগান নেংমিঞ্জা সাংমার কারণে

১৩ ডিসেম্বর ২০২৩ – লোসুং/নামসুং এর কারণে সিকিমে ব্যাংক বন্ধ থাকবে।

১৪ ডিসেম্বর ২০২৩ – লোসুং/নামসুং এর কারণে সিকিমে ব্যাংক বন্ধ থাকবে।

১৭ ডিসেম্বর ২০২৩ – রবিবারের কারণে এই দিন থাকবে ছুটি।

১৮ ডিসেম্বর ২০২৩ – মেঘালয় ইউ সোসো থামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যাংক ছুটি থাকবে।

১৯ ডিসেম্বর ২০২৩ – গোয়া মুক্তি দিবসের কারণে গোয়াতে ব্যাংক ছুটি থাকবে

২৩ ডিসেম্বর ২০২৩ – চতুর্থ শনিবার হওয়ার কারণে সারা ভারতে ব্যাংক ছুটি থাকবে।

২৪ ডিসেম্বর ২০২৩ – রবিবার হবার কারণে সারা ভারতে ব্যাংক ছুটি থাকবে।

২৫ ডিসেম্বর ২০২৩ – বড়দিন/ ক্রিসমাস থাকার কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।

২৬ ডিসেম্বর ২০২৩ – মিজোরাম, নাগাল্যান্ড এবং মেঘালয়ে ক্রিসমাস উদযাপনের কারণে ব্যাংক বন্ধ থাকবে

২৭ ডিসেম্বর ২০২৩ – ক্রিসমাস থাকার কারণে নাগাল্যান্ডে ব্যাংক বন্ধ থাকবে

৩০ ডিসেম্বর ২০২৩ – ইউ কীয়াং নাংবাহর কারণে মেঘালয় রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে

৩১ ডিসেম্বর ২০২৩ – রবিবার থাকার কারণে সারা ভারতে ব্যাংক ছুটি থাকবে।

Related Articles

Back to top button