ভারতের বাজারে আসছে নতুন Bajaj Platina 125, জেনে নিন সমস্ত ফিচার ও গাড়ির দাম
এই নতুন বাইকটি আপনি খুব শীঘ্রই কিনতে পারবেন
দেশে বাইকের দাম খুব দ্রুত গতিতে বাড়ছে। একই সাথে ভারতে পেট্রোলের দামও বেশ অনেকটাই বেড়ে গেছে। এর কারণে ভারতে সস্তা বাইকের জনপ্রিয়তা অনেক বেড়েছে। এই সব বাইক আপনাকে সস্তার মধ্যে দারুন মাইলেজ দিয়ে থাকে। আপনারও যদি এরকম বাইকের প্রয়োজন থাকে তাহলে এটাই হলো সবথেকে ভালো সময় আপনার বাইক আপডেট করার জন্য। এই বছর, Bajaj Auto তাদের দুর্দান্ত মাইলেজ বিশিষ্ট একটি বাইক আপডেট করতে চলেছে। খুব শীঘ্রই এই ঐতিহ্যবাহী বাইকের একটা নতুন ভার্সন বাজারে আসবে। কোম্পানির এই নতুন বাইকটি লুক, ডিজাইন এবং ফিচারের দিক থেকে অসাধারণ হতে চলেছে।
আপনাদের জানিয়ে রাখি, ভারতের এই বাইক নির্মাতা কোম্পানিটি যে বাইকগুলো ভারতের বাজারে লঞ্চ করে, সেগুলি কম দামের মধ্যে আপনাকে ভালো মাইলেজ দিয়ে থাকে। এই বাইকের তালিকায় অবশ্যই রয়েছে বাজাজ প্লাটিনা। কোম্পানির এই বাইকটি আগামী মাসে লঞ্চ করা হবে। এই সেগমেন্টে Honda Shine-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে এই বাইক।
আপনাদের জানিয়ে রাখি, বাজাজ প্লাটিনার ডিজাইন বেশ স্পোর্টি যা ভারতের মানুষজনের খুবই কাছের এবং খুবই পছন্দের। মাইলেজ দিক থেকেও এই বাইকটি দুর্দান্ত। এই বাইকে আপনি ৬০ কিলোমিটার প্রতি লিটারের বেশি মাইলেজ পেয়ে থাকেন, এবং সেই কারণে যারা বেশি মাইলেজের বাইক চান, তারা এই বাইক পছন্দ করতে পারেন। মধ্যবিত্ত পরিবারগুলিও এই বাইকটিকে বেশ পছন্দ করেন। বিশেষ বিষয়টি হল এতে অনেক ফিচার রয়েছে, যা এই বাইকটিকে আরও ভালো করে তুলেছে।
ইঞ্জিন সম্পর্কে কথা বলতে গেলে, কোম্পানি বাজাজ প্লাটিনা ১২৫ বাইকে একটি শক্তিশালী ইঞ্জিন দিয়েছে, যা আদতে একটি ১২৫ সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনে ইলেকট্রনিক ইনজেকশন সিস্টেম রয়েছে এবং এই ইঞ্জিনটি ৮.৬ PS শক্তি উৎপন্ন করতে পারে। কোম্পানি সম্প্রতি তার ইঞ্জিন আপডেট করতে চলেছে। মাইলেজের কথা বলতে গেলে, এই বাইকটি আপনাকে ৬৪ Kmpl মাইলেজ দেবে। তবে, যদি ইঞ্জিন আরও ভালো হয় তাহলে আপনি আরো বেশি মাইলেজ পেয়ে যেতে পার।
ফিচারের কথা বললে, এই বাইকটি দেখতে খুবই সুন্দর, যার কারণে এতে উপলব্ধ ফিচারগুলো যেনো আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। এই বাইকে আপনি সিট স্প্রিং এবং টিউবলেস টায়ার পাবেন। এছাড়াও এই বাইকে ABS সিস্টেম যুক্ত করা হয়েছে। কোম্পানি এই আসন্ন Bajaj Platina 125 বাইকে আরও অনেক বিশেষ বৈশিষ্ট্য যুক্ত হতে চলেছে। এর মধ্যে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি, ফোন বা যেকোনো গ্যাজেট চার্জ করার জন্য ইউএসবি চার্জিং পোর্ট, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাটঅফ এবং কল-এসএমএস সতর্কতার মতো বৈশিষ্ট্যগুলি।তবে এই বাইকের দাম আগের বাইকের থেকে বেশি হবে। এমনিতে বাজাজ প্ল্যাটিনা বাইকের ১১০ সিসি ইঞ্জিন ভেরিয়েন্টের দাম ৬০ হাজার টাকার মধ্যেই হয় তবে এক্ষেত্রে যেহেতু ইঞ্জিন আপডেট হয়েছে, সেই কারণে এই বাইকের এক্স শোরুম দাম ৭৫ হাজার টাকার উপরে যেতে পারে।