SBI এর সেভিংস অ্যাকাউন্টে এক লক্ষ টাকার উপরে জমা আছে, চালু হচ্ছে নতুন সুদ বিধি
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেভিংস অ্যাকাউন্টে সুদের হার হ্রাস করছে। অর্থাৎ আপনার সেভিংস অ্যাকাউন্টে আগের থেকে কম সুদ পাবেন এবার থেকে। বর্তমানে এসবিআই, ব্যাংক অফ বরোদার মতো ব্যাংক গুলিতে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার উল্লেখযোগ্য ভাবে কম। ১লা নভেম্বর থেকেই এসবিআই এর এই নতুন নিয়ম চালু হয়েছে। যে সমস্ত সেভিংস অ্যাকাউন্ট গুলিতে ১ লক্ষ টাকার কম থাকবে সেই অ্যাকাউন্ট গুলিতে এবার থেকে ৩.৫% এর বদলে ৩.২৫% সুদ দেবে এসবিআই।
ব্যাংক অফ বরোদার ক্ষেত্রে এই সুদ সংশোধন করা হয়েছিল গত জুলাই মাসে। যেখানে ৫০০০০ টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে সুদ দেওয়া হয় ৩.২৫% এবং তার উপরে ৩.৭৫% করে। অন্যান্য সমস্ত ব্যাংকের ক্ষেত্রেও এই সুদের হার অনেক কম এখন। এসবিআই এর তরফ থেকে জানানো হয়েছে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার রিজার্ভ ব্যাংকের রেপো রেটের উপর নির্ভর করে। তাই রিজার্ভ ব্যাংকের রেপো রেট কমলেই কমবে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার।
বিশেষজ্ঞদের মতে এই অবস্থায় ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমার সাথে সাথেই বিকল্প সংরক্ষণের বিকল্পগুলি অনুসন্ধান করা প্রয়োজনীয় হয়ে উঠবে। বিকল্প বলতে স্বল্পমেয়াদী মিউচুয়াল ফান্ডের মাধ্যমে সঞ্চয় বিবেচনা করতে পারেন। এছাড়া পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা থেকে অনেক ভালো বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।