গতকালই নতুন মানচিত্র প্রকাশ করেছে ভারত। সার্ভে জেনারেল অফ ইন্ডিয়া এই মানচিত্রটি তৈরী করেছেন। এই রাজনৈতিক মানচিত্রে জম্মু ও কাশ্মীরকে ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের আত্মপ্রকাশ ঘটে। এই মানচিত্রের লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে পাক অধিকৃত কাশ্মীর। আর এখানেই আপত্তি পাকিস্তানের।
পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের মানচিত্রে অন্তর্ভুক্ত করায় ক্ষোভ উগরে দেয় পাকিস্তান। ভারতের রাজনৈতিক মানচিত্রে পাক অধিকৃত কাশ্মীরের অন্তর্ভুক্তি নিয়ে এদিন ট্যুইটারে ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি মানচিত্রকে অসাংবিধানিক ও অসমর্থনযোগ্য বলে আখ্যায়িত করে ট্যুইটারে লেখেন, ‘এই মানচিত্র ভুল, আইনত অসমর্থনযোগ্য ও অকার্যকর একটি মানচিত্র।’ এই মানচিত্র প্রকাশ করে ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন ভঙ্গ করেছে বলে অভিযোগ করে পাকিস্তান।