বয়স হচ্ছে মহেন্দ্র সিংহ ধোনির। হয়তো আর কয়েকমাসের মধ্যেই তিনি ক্রিকেটকে বিদায় জানাবেন। তাই রিষভ পন্থকে পরবর্তী “ধোনি” হিসেবে তৈরি করতে চাইছেন ভারতীয় নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট। তাই তাকে যথেষ্ট সুযোগ দেয়া হচ্ছে। কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার সেভাবে করতে পারছেন না দিল্লির তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান রিষভ পন্থ।
দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ৭ উইকেটে পর্যদুস্ত করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন মুশফিকুর রহমান। কিন্তু তিনি আগেই আউট হতে পারতেন। কয়েকবার জীবনদান পান তিনি যার পেছনে হাত রয়েছে রিষভ পন্থের। দুটি লেগ বিফোর উইকেট এর আবেদন ঠিকঠাক ভাবে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মাকে জানাতে পারেনি রিষভ তাই রোহিত রিভিউ নেননি। পরে রিপ্লেতে দেখা যায় আউট ছিল সেই দুটি। এছাড়াও দশম ওভারে রিষভের ভুলের জন্য একমাত্র রিভিউটি হারায় ভারত।
ব্যাট হাতেও ব্যর্থ রিষভ ২৬ বলে ২৭ রান করে দলের প্রয়োজনের সময় ভুল শট খেলে আউট হন। এর আগেও কয়েকবার তিনি ভুল শট খেলে আউট হওয়ার পর সমালোচনার মুখে পড়েন। এছাড়াও সেট হয়ে যাওয়া শিখর ধাওয়ান কে রান আউট হতে হয় রিষভের ভুলের জন্য এরপরই সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে। নেটিজেনরা নানা রকম মিমও শেয়ার করে রিষভকে নিয়ে।