এক সপ্তাহ পরেই ডিলিট হয়ে যাবে GMail অ্যাকাউন্ট, Google থেকে নেওয়া হয়েছে সিদ্ধান্ত
একটি ভুলের জন্য আপনার বহু বছরের পুরনো জিমেইল অ্যাকাউন্ট মুছে যেতে পারে। সম্প্রতি গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সব জিমেইল অ্যাকাউন্ট সক্রিয় নয়, সেগুলো ডিলিট করে ফেলবে তারা। আগামী মাস অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু করতে চলেছে গুগল। এ জন্য জরুরি সময়সীমা দিয়েছে গুগল। হাতে সময় আর বেশি নাকি নেই, বড় জোর এক সপ্তাহ।
গুগল জানিয়েছে, যেসব জিমেইল অ্যাকাউন্ট দুই বছর ধরে সক্রিয় নেই, সেগুলো মুছে ফেলা হবে। যদিও যারা জিমেইল, ডক্স, ক্যালেন্ডার ও ফটোজের মতো নিয়মিত অ্যাপ ব্যবহার করেন তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এ জন্য নতুন নীতিমালা তৈরি করেছে গুগল। গুগলের মতে, যেসব অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে না, সেগুলোর সাইবার হামলার সম্ভাবনা সবচেয়ে বেশি।
আপনি যদি আপনার অ্যাকাউন্ট মুছে ফেলতে না চান তবে অবিলম্বে আপনার অ্যাকাউন্টে লগইন করুন। আপনি যদি পাসওয়ার্ডটি ভুলে গিয়ে তবে সেটি পুনরায় সেট করুন। এ ছাড়া সিকিউরিটি চেক করে টু ফ্যাক্টর অথেনটিকেশন ইত্যাদি চালু করুন। গুগলের এই সিদ্ধান্ত শুধু ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টকেই প্রভাবিত করবে, স্কুল, প্রতিষ্ঠান ও ব্যবসায়িক অ্যাকাউন্টকে নয়।
অ্যাকাউন্ট মুছে ফেলার আগে গুগল এ ধরনের ব্যবহারকারীদের কাছে অনেক নোটিফিকেশন পাঠিয়ে অ্যাকাউন্ট রিকোভার করার অনুরোধ জানাবে বলে খবর। ইলন মাস্ক সম্প্রতি বলেছেন, এক্স (টুইটার) অ্যাকাউন্ট, যা বহু বছর ধরে ব্যবহার করা হয়নি, তা মুছে আর্কাইভে রাখা হবে।