নিউজরাজ্য

১৩১ জন শ্রমিককে বাড়ি পৌঁছানর বিশেষ ব্যবস্থা নিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম

Advertisement
Advertisement

কাশ্মীরে জঙ্গিহানায় ৫ বাঙালি শ্রমিকের মৃত্যুর জেরে কর্মরত শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। ভূস্বর্গের আপেল বাগানে কর্মরত মোট ১৩১ জন শ্রমিককে রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কাশ্মীর থেকে ট্রেনে তাদের ফেরার ব্যবস্থা করা হয়েছিল। এদিন সেই শ্রমিকরা রাজ্যে এসে পৌঁছালে স্টেশনে হাজির হন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তিনি। ফেরত আসা শ্রমিকদের উত্তরবঙ্গ পরিবহন নিগমের বাসে তুলে দিয়ে নিরাপদে বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করা হয়।

Advertisement
Advertisement

জানা গেছে, বেশিরভাগ শ্রমিকদের বাড়ি মুর্শিদাবাদে। প্রসঙ্গত, কাশ্মীরে জঙ্গিহানায় বাঙালি মৃত্যুর ঘটনায় কেন্দ্র সরকারের প্রতি সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। জঙ্গিহানার সমস্ত দায় তিনি কেন্দ্রের বিজেপি সরকারের উপর চাপান।

Advertisement

Related Articles

Back to top button