দেশনিউজ

চাপের মুখেও RECP চুক্তি সমর্থনে ‘না’ ভারতের

Advertisement

চীন সমর্থিত আঞ্চলিক বাধ্যতামূলক অর্থনৈতিক অংশীদারী (RCEP) বাণিজ্য চুক্তিতে যোগদান না করার সিদ্ধান্ত নিল ভারত। সোমবার একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চুক্তির মূল বিষয়গুলি প্রাধান্য পায়নি বলেই যোগদান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানানো হয়েছে নয়াদিল্লির তরফ থেকে। RCEP চুক্তি তার আসল উদ্দেশ্য থেকে সরে এসেছে, মূল বিষয়গুলির সাথে কোনরকম আপস করা হবেনা। দেশের দারিদ্র্য দূরীকরণ, চাকুরীক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্যেই এই চুক্তিতে যোগদান করবে না ভারত। এমনটাই জানানো হয়েছে মোদি সরকারের তরফ থেকে।

এদিন নয়াদিল্লিতে আন্তর্জাতিক নেতাদের উপস্থিতিতে এক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “এই সিদ্ধান্তের সাথে জড়িত আছেন আমাদের কৃষি, বাণিজ্য, চাকুরিক্ষেত্র এবং শিল্প জগতের প্রতিনিধিরা। একই ভাবে গুরুত্বপূর্ণ শ্রমিক এবং গ্রাহকরা, যাঁরা ভারতকে এক বৃহৎ বাজারে এবং ক্রয়ক্ষমতার নিরিখে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে গড়ে তুলেছেন। সকল ভারতবাসীর নিরিখে দেখলে RCEP চুক্তির কোনো উপকারিতা দেখতে পাচ্ছিনা।”

এই চুক্তির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ভারত। মেগা এশিয়ান এই চুক্তিতে এমন কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আপত্তি আছে কেন্দ্র সরকারের। এরমধ্যে বাণিজ্য মাসুল হ্রাসের সময়সীমা, চিনা পণ্য আমদানির ক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা এবং চুক্তি সদস্য অন্য ১৫টি দেশের এদেশে শিল্প গড়ার মতো শর্তাবলী এগুলোই প্রধান। দেশের স্বার্থ পূরণে ব্যর্থ হচ্ছে বলেই এই চুক্তি থেকে যোগদানে বিরত থাকছে ভারত।

Related Articles

Back to top button