Railways Rules: অন্য কেউ আপনার কনফার্ম ট্রেন টিকিটেও ভ্রমণ করতে পারে, শুধুমাত্র করতে হবে এই ছোট্ট কাজ
যার কনফার্ম টিকিটে আপনি যাত্রা করবেন সেই টিকিটের প্রিন্ট আউট এবং আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে পৌঁছাতে হবে নিকটবর্তী রেলওয়ে টিকিট কাউন্টারে।
ভারতবর্ষের প্রেক্ষাপটে ভারতীয় রেলের গুরুত্ব যে অপরিসীম তা হয়তো বলে দিতে হবে না কাউকে। প্রতিদিন প্রায় ১৫ হাজার ট্রেনের মাধ্যমে বিশাল এই কর্মযজ্ঞ সম্পন্ন করে ভারতীয় রেল। জানলে অবাক হবেন, প্রতিদিন ভারতীয় রেল ব্যবহার করে প্রায় ৪ কোটি মানুষ নিজেদের গন্তব্য পৌঁছান। পৃথিবীর চতুর্থ বৃহত্তম এই রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি করণে বিগত কয়েক বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন রেলওয়ে মন্ত্রণালয়। এরমধ্যে নতুন রেলপথের নির্মান, পরিকাঠামোগত উন্নয়ন এবং নতুন রেলের সংযুক্তিকরণ রয়েছে।
তবে প্রতিদিন কয়েক কোটি মানুষ রেল যোগাযোগ ব্যবস্থার সুবিধা গ্রহণ করলেও অনেকেই রেলের সহজ কিছু নিয়মের সাথে পরিচিত নন। যে কারণে অনেক সময় যাত্রীদেরকে মোটা অংকের টাকা জরিমানা কিংবা ভোগান্তির স্বীকার হতে হয়। ভারতীয় রেলের এমন কয়েকটি নিয়ম রয়েছে, যার মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ সুবিধা গ্রহণ করতে পারেন যাত্রীরা। আজ আমরা আপনাদের সাথে ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ রুলস সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে চলেছি।
ভারতীয় রেলের নিয়ম অনুসারে একজনের কনফার্ম টিকিট ব্যবহার করে যাত্রা করতে পারেন অন্য একজন যাত্রী। আপনি শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন? তবে আমরা আপনাদের বলে রাখি, ভারতীয় রেলে এই নিয়মটি রয়েছে, তবে তার ব্যবহার জানেন না অনেক যাত্রীরা। তবে এই নিয়মে যাত্রা করতে হলে কয়েকটি বিশেষ নিয়ম মেনে চলতে হয় যাত্রীদের। চলুন আজকের নিবন্ধে পুঙ্খানুপুঙ্খ বিবরণ জেনে নেওয়া যাক-
এর জন্য যার কনফার্ম টিকিটে আপনি যাত্রা করবেন সেই টিকিটের প্রিন্ট আউট এবং আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে পৌঁছাতে হবে নিকটবর্তী রেলওয়ে টিকিট কাউন্টারে। সেখানে সাথে নিয়ে আসা টিকিটের প্রিন্ট আউট এবং আধার কার্ডের জেরক্স সহ টিকিট ট্রান্সফার ফরম ফিলাপ করতে হবে আপনাকে। সাধারণ যাত্রীদের জন্য ট্রেন ছাড়ার ৪৮ ঘন্টা আগে পর্যন্ত এই আবেদন করা যেতে পারে। যেখানে সরকারি কর্মচারীদের জন্য সময়সীমা নির্ধারণ করা আছে ২৪ ঘন্টা। তবে মনে রাখতে হবে, একবার কনফার্ম টিকিট ট্রান্সফার হলে সেই টিকিট আর কোন ভাবে অন্য কোন নামে ট্রান্সফার করা যাবেনা। উল্লেখ্য, কনফার্ম টিকিট শুধুমাত্র একবার যেকোনো যাত্রীর নামে ট্রান্সফার করা যাবে।