Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জরুরী পরিস্থিতিতে এখন টিকিট ছাড়াই ভ্রমন করতে পারবেন ট্রেনে, জেনে নিন Indian Railway এর এই নিয়ম

ভারতে ট্রেন ভ্রমণ একটি জনপ্রিয় মাধ্যম। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চড়ে তাদের গন্তব্যে পৌঁছায়। ট্রেনে ভ্রমণের জন্য টিকিট কেনা আইনগতভাবে বাধ্যতামূলক। তবে, কিছু ক্ষেত্রে জরুরি পরিস্থিতি বা বাধ্যতার কারণে…

Avatar

ভারতে ট্রেন ভ্রমণ একটি জনপ্রিয় মাধ্যম। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চড়ে তাদের গন্তব্যে পৌঁছায়। ট্রেনে ভ্রমণের জন্য টিকিট কেনা আইনগতভাবে বাধ্যতামূলক। তবে, কিছু ক্ষেত্রে জরুরি পরিস্থিতি বা বাধ্যতার কারণে মানুষ বিনা টিকিট ট্রেন ভ্রমণ করতে পারে। এক্ষেত্রে, ভারতীয় রেলওয়ে নতুন একটি নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুসারে, ট্রেনে উঠার পর বিনা টিকিট যাত্রীরা টিটিইকে অনুরোধ করলে টিকিট তৈরি করে দেওয়া হবে। তবে, এই নিয়মে কিছু শর্ত রয়েছে। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

বিনা টিকিটে যাত্রা শুধুমাত্র কোনো ইমারজেন্সি কন্ডিশনের জন্য। রেলওয়ের এই নতুন নিয়মের ফলে অনেক যাত্রী হেনস্থা থেকে রক্ষা পাবেন। টিটিইকে টিকিট বানাতে আপনাকে বেশকিছু শর্ত মেনে চলতে হবে। শর্তগুলো হলো নিম্নলিখিত:

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১) যাত্রীকে অবশ্যই ট্রেনে উঠার পর নিজেই টিটিইকে অনুরোধ করতে হবে।

২) যাত্রীর কাছে অবশ্যই পরিচয়পত্র থাকতে হবে।

৩) যাত্রীকে অবশ্যই ট্রেন যে স্টেশন থেকে ছেড়েছে সেখান থেকে গন্তব্য পর্যন্ত ভাড়া দিতে হবে।

বিনা টিকিট যাত্রীদের জন্য টিটিইকে যে হাতে-ধরা মেশিন দেওয়া হয়েছে তা PRS এর সাথে সংযুক্ত। যাত্রীর নাম ও গন্তব্য লিখে মেশিনে চাপলেই টিকিট তৈরি হয়ে যাবে। এছাড়াও, যারা টিকিট কাটতে ব্যর্থ হয়েছেন বা তাদের টিকিট কনফার্ম হয়নি তারাও এই মেশিনের মাধ্যমে টিকিট তৈরি করে নিতে পারবেন। এই নিয়ম চালু হওয়ার ফলে বিনা টিকিট যাত্রীদের সমস্যা অনেকটাই কমবে। এছাড়াও, রেলওয়েকেও জরিমানা ও শাস্তির ঝামেলা থেকে বাঁচতে সাহায্য করবে।

About Author