রাজ্যে এখনও শীতের প্রবেশ ঘটেনি, তার মধ্যেই নতুন ঘূর্ণিঝড়ের আতঙ্ক তৈরি হলো রাজ্য জুড়ে। উত্তর আন্দামান সাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর জুড়ে একটি নিম্নচাপ অবস্থান করছে। আগামী ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। শেষ পর্যন্ত নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে বুলবুল। ইতিমধ্যেই অলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রশাসনকে সাবধান করে হয়েছে এ বিষয়ে।
ভারত আবহাওয়া অধিদফতর এর তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ বর্তমানে ওড়িশার পারাদ্বীপ থেকে ৮১০ কিমি দূরে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর। ভারত আবহাওয়া অধিদফতর এর থেকে সাবধান করে হয়েছে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের প্রশাসনকে।