বিধানসভায় হই-হট্টগোলের পরে গৃহীত হলো বড় সিদ্ধান্ত, এবারে বেতন বাড়বে এই রাজ্যে
কর্ণাটক বিধানসভায় এই মুহূর্তে সরকারি কর্মচারীদের বেতন নিয়ে একটা সমস্যা চলছে
জানুয়ারি মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এসেছিল একটা দারুণ খবর। মহার্ঘ ভাতা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পেয়েছিল সেই সমস্ত কর্মচারীদের বেতন। সেবার ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির পর আরো একবার অক্টোবর মাসে তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়িয়েছে ৪৫%। আর এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে গত জুলাই মাস থেকে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের পরে মধ্যপ্রদেশ উড়িষা এবং ঝাড়খন্ড সহ বেশ কয়েকটি রাজ্য সরকার তাদের কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে। ফলে এইসব রাজ্যের কর্মচারীরাও বেশ খুশি এই মুহূর্তে। তবে, সব রাজ্যের কর্মচারীরা যে একই রকম ভাবে খুশি সেটা কিন্তু বলা যায় না। তাই এবারে কর্ণাটক রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে রাজ্যের শীতকালীন অধিবেশনে শুরু হল ব্যাপক হট্টগোল ।
কর্ণাটক বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হতে না হতেই সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে বাদ বিতন্ডা শুরু হয় এই মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে। আর সেই ইস্যুতে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, আপাতত সরকারি নির্দেশে সরকারের অর্থ কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। মেয়াদ শেষের দিকে এই কমিশন একটি রিপোর্ট পেশ করবে। এই রিপোর্ট পেশ করার পরে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সরকার। ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশন চালু করা নিয়ে বিতর্কের মধ্যে রয়েছে কর্ণাটক সরকার। তার মধ্যে আবার মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে চলছে সমস্যা। সব মিলিয়ে বর্তমানে কংগ্রেস সরকার বেশ চাপে।
উল্লেখ্য, গত বছরই বিজেপি সরকার কে হারিয়ে কর্নাটকে ক্ষমতায় এসেছে কংগ্রেস। বাসবরাজ বম্মাইকে সরিয়ে দিয়ে ক্ষমতায় এসেছেন সিদারামাইয়া। তবে এখনো পর্যন্ত কংগ্রেস সরকার তাদের পাঁচটি প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। জানা গেছে এই বছর নয় বরং আগামী বছরের শুরুর দিকে সপ্তম বেতন কমিশন চালু হতে চলেছে কর্নাটকে। যদি এই সিদ্ধান্ত বাস্তবায়িত করা সম্ভব হয় তাহলে কর্নাটকের সরকারি কর্মচারীদের ভালো সময় আবারো শুরু হবে। তবে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোন ঘোষণা করা হয়নি।