Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রেলওয়েতে ব্যবহৃত GNWL, PQWL, TQWL শব্দের অর্থ জানেন কি? জেনে নিন বিস্তারিত

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। ভারতীয় রেল বর্তমানে দেশবাসীর কথা মাথায় রেখে…

Avatar

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। ভারতীয় রেল বর্তমানে দেশবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নতুন নতুন অত্যাধুনিক প্রযুক্তি আনছে। আর তার উদাহরণ হল গোটা ভারতে বন্দে ভারত ট্রেনের রুট চালু করা। সাধ্যের মধ্যে খরচ করে ভারতীয় রেলওয়ে ব্যবহার করতে পছন্দ করেন সকলেই। দূরে কোথাও যেতে হলে এক্সপ্রেস ট্রেনে আগে থাকতেই ট্রেনের টিকিট বুক করতে হয়। তবে অনেক সময় কনফার্ম টিকিট পাওয়া যায় না। তখন থাকতে হয় ওয়েটিং লিস্টে। যদি কনফার্ম টিকিট এর থেকে কেউ তার যাত্রা বাতিল করে তাহলে এই ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হয়। তবে আপনি কি এতদিন জানতেন যে ভারতীয় রেলে ওয়েটিং লিস্ট ৭ রকমের হয়। কি কি ধরন এবং তার কি বিশেষত্ব জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

GNWL: জেনারেল ওয়েটিং লিস্ট (GNWL)। এটি ওয়েটিং লিস্ট (WL) টিকিট যাত্রীদের জন্য। এটি নিশ্চিত বুকিং বাতিল করার পরে জারি করা হয়। এটি অপেক্ষা তালিকার সবচেয়ে সাধারণ প্রকার এবং নিশ্চিতকরণের সর্বোচ্চ সম্ভাবনা থাকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

PQWL: এই ওয়েটিং লিস্ট তালিকা সাধারণের থেকে অন্যরকম। এতে সেই যাত্রীরা আসেন যারা শুরু থেকে শেষ স্টেশনের মধ্যবর্তী কোনো জায়গাতে ওঠা-নামা করবেন। যেমন দিল্লি থেকে কলকাতাগামী ট্রেন থেকে যে যাত্রীরা লখনউ থেকে ট্রেন ধরে পাটনায় নেমে পড়বেন তাদের জন্য এই PQWL।

TQWL: TQWL মানে তৎকাল ওয়েটিং লিস্ট। যখন একজন যাত্রী একটি তৎকাল বুকিং করে এবং অপেক্ষমাণ তালিকায় রাখা হয়, তখন স্ট্যাটাসটি TQWL হিসাবে দেখানো হয়। এই টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

About Author