গ্রাম থেকে শহর সর্বত্র ডেঙ্গু যেনো মহামারির আকার ধারণ করেছে। মৃত্যুর সংখ্যা ক্রমশ ক্রমবর্ধমান। কলকাতাও তার ব্যতিক্রম নয়। সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, ডেঙ্গুতে রাজ্যে মৃত্যুর সংখ্যা প্রায় ২৩ হাজার ছাড়িয়ে গেছে। কলকাতাতে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে।
এবার ডেঙ্গু আক্রমণে মৃত্যু হল কলকাতা পুলিশের ২৮ বছরের এক মহিলা কনস্টেবলের। মৃত পুলিশটির নাম রনু বিশ্বাস। তিনি আর্মহার্স্ট স্ট্রিট থানায় নিযুক্ত ছিলেন।
সূত্র মারফত জানা গিয়েছে, এই মহিলা ১১ দিন আগে একটি সন্তানের জন্ম দেন। তারপরেই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পড়েন। তারপর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল। আজ সকালে সেখানেই তার মৃত্যু হয়।