দিল্লি : দীপাবলি পরবর্তী ধোঁয়া ও ধুলোতে ভরেছে দিল্লির বাতাস। বাতাসে টক্সিন এর পরিমাণ বেড়েছে অত্যধিক। তারই মধ্যে ৩ রা নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ভারত বনাম বাংলাদেশের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। যে ম্যাচ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। ধোঁয়াশায় ঢাকা হয়ে যাওয়ার জন্য দৃশ্যমানতা কমে যায়। তাই একবার জল্পনা উঠে ম্যাচ বাতিল হয়ে যাওয়ার। কিন্তু সমস্ত সম্ভাবনা কাটিয়ে ম্যাচটি শেষ পর্যন্ত হয় এবং বাংলাদেশ ৭ উইকেটে ভারতকে হারিয়ে দেয়।
একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে বাংলাদেশের সৌম্য সরকার ও আরো একজন ক্রিকেটার ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তারা বমি পর্যন্ত করেন। ভারতীয় ক্রিকেট বোর্ড ম্যাচের প্রত্যেকটি ঘটনার উপর সতর্ক নজর রাখে। বোর্ড জানায় পরবর্তীকালে উত্তর-ভারতে এইরকম সময়ে ম্যাচ আয়োজন করার আগে বোর্ড কয়েকবার ভাববে।
ম্যাচের পর বাংলাদেশ দলকে জেতানোর কারিগর মুশফিকুর রহিম সংবাদমাধ্যমকে জানান “আমরা দূষণের প্রতি অতটা গুরুত্ব না দিয়ে ম্যাচের প্রতি ও ভারতীয় বোলারদের প্রতি বেশি গুরুত্ব দিয়েছি তাই ম্যাচ জিততে সক্ষম হয়েছি”।