নিউজরাজ্য

দূষণের রক্ষা নেই মা কালীরও, পরতে হল মাস্ক

Advertisement

গোটা বিশ্বে দূষণ এখন একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন আগেই দিল্লির যমুনা নদীতে দূষণের ছবি আমরা দেখেছি। তবে এবারে খবরের শিরোনামে উঠে এসেছে নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারানসি। দূষণ থেকে রক্ষা পেতে মন্দিরে দেবদেবীর মূর্তির নাকে চাপা দেওয়ার ব্যবস্থা করা হলো। এমন করা হয়েছে বারানসির সিগড়ায় বিখ্যাত শিব পার্বতীর মূর্তিতে। শিব আর পার্বতীর মূর্তির পাশাপাশি বিষ্ণু কালী সাঁইবাবার মূর্তির মুখেও চাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

গরমের দিনে দেবতাকে গরমের হাত থেকে বাঁচাতে চন্দন মাখানো হয়। আবার ঠান্ডায় দেবতাকে উষ্ণতা প্রদান করতে উলের পোশাক পরানো হয়। তেমনি বায়ু দূষণের প্রভাব থেকে দেবতাকে মুক্তি দিতে মুখে চাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

দেবদেবীর নাকে মুখে চাপা দেওয়ার মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করার ব্যবস্থা করা হচ্ছে। তারা যাতে বায়ু দূষণ সম্পর্কে একটু সচেতন হয়। মানুষই একমাত্র পরিবেশকে কলুষিত করেছে আর মানুষই পারে তা থেকে মুক্ত করতে।

Related Articles

Back to top button