দেশনিউজ

অবসান হবে ঘোমটা প্রথার, বড় সিদ্ধান্ত রাজস্থান সরকারের

Advertisement

রাজস্থান : আজ দেশের অগ্রগতির সাথে সাথে নারী সমাজ মুক্ত এবং স্বাধীনচেতা হয়েছে। তবুও পুরুষ শাসিত এই সমাজে নারীজাতির একাংশ এখনও বেড়াজালে আবদ্ধ। দেশের একাধিক হিন্দিভাষী রাজ্যে এখনো মহিলারা ঘুঙ্ঘট বা ঘোমটার মধ্যে সীমিত রয়েছেন। যেখানে নারীরা বাড়ির বাইরে গেলে ও পরপুরুষের সাথে কথা বলতে গেলে প্রচলিত সংস্কার মেনে আজও ঘোমটায় মুখ ঢাকেন। সম্প্রতি রাজস্থান সরকারের উদ্যোগে দীর্ঘদিনের এই প্রথার অবসান ঘটতে চলেছে এমনটাই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

গতকাল, বুধবার জয়পুরে স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ঘোমটা প্রথা নিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী তার অসন্তোষ প্রকাশ করে বলেন, “সময় অনেক বদলেছে কিন্তু গ্রামে গঞ্জে এখনও মহিলারা ঘোমটায় মুখ ঢাকেন। কিন্তু মেয়েরা ঘোমটায় থাকলে সমাজের যে কি লাভ হয় তা আমি বুঝি না। মহিলাদের মাথায় যতদিন ঘোমটা থাকবে ততদিন ওদের উন্নতিসাধন ঘটবে না।”

আরও পড়ুন : আবাসন শিল্প চাঙ্গা করতে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ কেন্দ্রের

এছাড়া এদিন অনুষ্ঠানে তিনি নারীজাতিকে শক্তিশালী সমকালীন দেশের সাথে পা মিলিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং সরকারের তরফ থেকে সমস্ত প্রকার সহযোগিতা দেওয়া হবে বলে আশ্বস্ত করেন। এছাড়া মুখ্যমন্ত্রী অশোক গেহলট বাল্যবিবাহ, শিশুকন্যা ও মহিলাদের বিরুদ্ধে অপরাধ দমনের জন্যে শীর্ষস্থানীয় এক আধিকারিক নিয়োগের কথা এদিন উল্লেখ করেন।

রাজ্য সরকারের মহিলাদের জন্য এই পদক্ষেপ স্বেচ্ছাসেবী কর্তৃক সাধুবাদ পেলেও এই প্রথার অবসানের বিরুদ্ধে উঠে এসেছে তীব্র বিরোধিতা। ঘোমটা প্রথা বাতিলে ঐতিহ্য ক্ষুণ্ণ করতে চলেছে রাজ্য সরকার এমন অভিযোগ উঠে এসেছে রাজপুত কর্নি সেনাদের কাছ থেকে।

Related Articles

Back to top button