ক্রিকেটখেলা

ম্যাচ গড়াপেটার অভিযোগ, গ্রেফতার দুই ভারতীয় ক্রিকেটার

Advertisement

কর্নাটক প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত থাকার জন্য ভারতের দুই ঘরোয়া ক্রিকেটার সিএম গৌতম এবং আব্রার কাজীকে গ্রেফতার করল ব্যাঙ্গালোরের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ।

কর্নাটক প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচে বেলারি টাস্কার্স ও হুবলি টাইগার্স মুখোমুখি হয়। গৌতম ও কাজী দুজনেই বেলারি টাস্কার্স দলের সদস্য। যেটা জানা যাচ্ছে এই দুই সদস্য দলের ব্যাটিং কে স্লো করার জন্য কুড়ি লক্ষ টাকা নিয়েছেন বুকিদের কাছ থেকে। যার ফলে ১৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪৪ রান শেষ করে বেলারি টাস্কার্স। যেখানে গৌতম ২৯ বলে ৩৭ এবং কাজী ৬ বলে ১৩ রান করেন। শুধু তাই নয় বেঙ্গালুরু ব্লাস্টার্স এর সাথে অন্য একটি ম্যাচেও এই দুই সদস্য গড়াপেটায় অভিযুক্ত ছিল বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : দফায় দফায় বৃষ্টি, পিচ ঢাকা, আউটফিল্ড ভেজা, ‘মহা’র প্রভাবে ম্যাচ বাতিলের সম্ভাবনা

এর আগেও ম্যাচ গড়াপেটাতে যুক্ত থাকার অভিযোগে দুই ক্রিকেটার নিশান্ত সিং শেখাওয়াত এবং এম বিশ্বনাথন, বেঙ্গালুরু ব্লাস্টার্স এর বোলিং কোচ বিষ্ণু বিনোদ, বেলগাভি প্যানথার্স এর মালিক আসফাক থাপা গ্রেপ্তার হয়েছেন।

Related Articles

Back to top button