বিলম্বিত আয়কর রিটার্ন দাখিল করার সময়সীমা ঘনিয়ে আসছে, ৫০০০ টাকা পর্যন্ত দিতে হবে জরিমানা
আপনি যদি এই আয়কর রিটার্ন দাখিল করেন তাহলে আপনার আর কোন সমস্যা থাকবে না
২০২৩ ২৪ আর্থিক বছরের জন্য আয়কর রিটার্ন ফাইল করার সময় সীমা ৩১ জুলাই ২০২৩এ শেষ হয়ে গেলেও, এখনো পর্যন্ত যারা আয়কর রিটার্ন মিস করেছেন তাদের জন্য সুযোগ রয়েছে। আপনারা লেট রিটার্ন এখনো পর্যন্ত ফাইল করতে পারেন। একটা সামান্য ফাইন দিয়ে আপনি এই রিটার্ন ফাইল করতে পারেন বলে জানিয়েছে ভারতের আয়কর দপ্তর। রিটার্নের এই সময়সীমা বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছে তারা।
১৯৬১ সালের আয়কর আইন অনুসারে, যদি আপনি লেট আইটিআর ফাইল করেন তাহলে আপনাকে জরিমানা দিতে হবে। এই জরিমানা আপনাকে দিতে হবে পাঁচ হাজার টাকা পর্যন্ত। এছাড়া যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলেও আপনি সংশোধিত আইটিআর রিটার্ন ফাইল করতে পারেন। সেক্ষেত্রেও আপনাকে পাঁচ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হবে। এই একই আইনের অধীনে এই সংশোধিত রিটার্ন জমা দেওয়ার বিষয়টাও রয়েছে। আর এই দুটোর জন্য কোন আলাদা রকমের ফরম নেই। একই ফর্ম এর মধ্যে আপনি দুটো কাজ করতে পারেন।
বিলম্বিত আইটিআর ফাইল করার সময় আপনাকে নির্দিষ্ট ফর্মে সঠিক বিভাগকে নির্বাচন করতে হবে। যদি আপনি লেট রিটার্ন ফাইল করেন তাহলে আপনাকে ফর্মের উপরে নির্দিষ্ট ধারা ১৩৯(৪) নির্বাচন করতে হবে। সাধারণত প্রতিবছর এপ্রিল মাসে আয়কর বিভাগ আর্থিক বছরের জন্য এই ফর্ম চালু করে। অন্যদিকে যদি আপনি সংশোধিত আইটিআর ফাইল করতে চান তাহলে আপনাকে ১৩৯(৫) নির্বাচন করতে হবে। তবে এবার প্রশ্নটা হল যদি আপনি ৩১ ডিসেম্বরের মধ্যেও আয়কর রিটার্ন না দিতে পারেন তাহলে কি হবে। যারা এই ৩১ ডিসেম্বরের মধ্যে আইটিআর ফাইল করতে পারবেন না তাদের জন্যও একেবারে সুযোগ যে শেষ হয়ে যাচ্ছে সেটা নয়। আপনি এরপরেও আয়কর রিটার্ন দাখিল করতে পারেন তবে সেক্ষেত্রে আর বিলম্বিত রিটার্ন দেয়া যাবে না। সে ক্ষেত্রে আপনার রিটার্ন হবে আপডেট রিটার্ন অর্থাৎ ITR-U। তবে সেক্ষেত্রে এই রিটার্ন আপনাকে মূল্যায়ন বছর শেষ হওয়ার পরে দাখিল করতে হবে।