Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

SBI-এর দুর্দান্ত স্কিম, আপনার অ্যাকাউন্টে 1 লাখ টাকা জমা করলে আপনি পাবেন 2 লাখ টাকা

Updated :  Monday, December 18, 2023 4:01 PM

আজকের দিনে দাড়িয়ে বেশিরভাগ মানুষ নিজের অবসর জীবনকে সুরক্ষিত করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের স্কিমে বিনিয়োগ করেন। বিশেষ করে ভারতীয় পোস্ট অফিস কিংবা জীবন বীমায় বিনিয়োগের পরিমাণ চোখে পড়ার মতো। সাধারণত, ঝুঁকিহহীন ভাবে এবং অধিক অর্থ রিটার্ন পাওয়ার প্রত্যাশায় এই সমস্ত স্থানে বিনিয়োগ করে থাকেন ভারতের সাধারণ নাগরিক।

তবে এবার ভারতের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক তথা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ মানুষদের জন্য একটি বড় অফার ঘোষণা করেছে। এবার ফিক্সড ডিপোজিটে ব্যাংকে বিনিয়োগের সমান রিটার্ন দিচ্ছে SBI। আজ্ঞে হ্যাঁ, আপনি যে পরিমাণ অর্থ স্টেট ব্যাংকে বিনিয়োগ করবেন, ঠিক সেই পরিমাণ অর্থ আপনাকে রিটার্ন দেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

আমরা আপনাদের বলে রাখি, বর্তমানে ভারতীয় স্টেট ব্যাংকের বার্ষিক সুদের পরিমাণ সাধারণ নাগরিকদের জন্য ৩.০০ থেকে ৬.৫০ শতাংশ পর্যন্ত। যেখানে প্রবীন নাগরিকদের ক্ষেত্রে এই সুদের পরিমাণ ৩.৫০ থেকে ৭.৫০ শতাংশ পর্যন্ত। অর্থাৎ সাধারণ নাগরিকদের চেয়ে প্রবীণ নাগরিকরা ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে অধিক সুবিধা ভোগ করে থাকেন। আপনার বয়স যদি ৬০ উত্তীর্ণ হয় তবে ভারতীয় স্টেট ব্যাংকের এই প্রকল্প আপনার জন্য অধিক সুবিধা এনে দিতে পারে।

উল্লেখ্য, যদি কোন সাধারণ নাগরিক ভারতীয় স্টেট ব্যাংকে আগামী ১০ বছরের জন্য ১ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেন, সে ক্ষেত্রে তিনি ৬.৫০ শতাংশ সুদের হারে সর্বমোট ১,৯০,৫৫৫ টাকা রিটার্ন পাবেন। যেখানে বয়স্ক ব্যক্তিরা ১ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটের ওপর ৭.৫০ শতাংশ সুদের হারে ২,১০,২৩৪ টাকা রিটার্ন পাবেন।