BSNL Recharge Plan: ৩৬৫ দিনের বৈধতার সাথে প্রতিদিন ২ জিবি ডেটা, মাত্র ১৫১৫ টাকায়
সরকারি টেলিকমিউনিকেশন এই সংস্থাটি গ্রাহকদের জন্য সম্প্রতি 1515 টাকার রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে।
এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন কোম্পানি রিলায়েন্স জিওর সাথে পাল্লা দিয়ে একের পরে অফার ঘোষনা করছে ভারতের একাধিক কোম্পানি। Airtel, VI-এর মত প্রথম সারির কোম্পানিগুলি ইতিমধ্যে একাধিক দুর্দান্ত রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে। যা ইতিমধ্যে গ্রাহকদের দ্বারা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে আজ আমরা আপনাদের এমন একটি দুর্দান্ত প্ল্যানের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি, যেটি জানার পর আপনি অবাক হয়ে যাবেন।
আজকের নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলি, ভারতের একমাত্র সরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি তথা ভারত সরকার নিগম লিমিটেড (BSNL) আপনাদের জন্য দুর্দান্ত একটি রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে। যা আপনাকে বারবার রিচার্জ করার ঝামেলা থেকে চিরকালে মুক্তি দিতে চলেছে। আজ আমরা আপনাদের BSNL-এর বার্ষিক 1515 টাকার প্ল্যানের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি। যেটি গ্রহণ করলে প্রতি মাসে গড়ে মাত্র 126 টাকা খরচ করতে হবে আপনাকে।
সরকারি টেলিকমিউনিকেশন এই সংস্থাটি গ্রাহকদের জন্য সম্প্রতি 1515 টাকার রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে। দুর্দান্ত এই প্ল্যানে আপনি 365 দিনের বৈধতা পাবেন। পাশাপাশি প্রতিদিন আনলিমিটেড ভয়েস কল এবং যেকোনো নম্বরে 100 SMS করতে পারবেন। এখানেই শেষ নয়, 1515 টাকার প্ল্যানে আপনি প্রতিদিন 2GB হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন। হাই-স্পিড ইন্টারনেট শেষ হলে আপনি 40kbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন। উল্লেখ্য, বর্তমানে ভারতে উপলব্ধ টেলিকমিউনিকেশন কোম্পানির বার্ষিক রিচার্জ গুলির মধ্যে BSNL দিচ্ছে সবচেয়ে সস্তার পরিকল্পনা।