টেক বার্তা

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ ফাস্ট চার্জিং সাপোর্ট, মাত্র ৮ হাজার টাকায় কিনুন এই দামদার ফোন

শক্তিশালী এই স্মার্টফোনের দামের কথা বলি, তবে ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মুঠোফোন ৯,৯৯৯ টাকায় বিক্রির জন্য উপলব্ধ রয়েছে।

Advertisement

চায়না মোবাইল প্রস্তুতকারক সংস্থা Realme এবার গ্রাহকদের জন্য ধাসু স্মার্ট ফোন লঞ্চ করেছে ভারতের বাজারে। আমরা আপনাদের জানিয়ে রাখি, দুর্দান্ত এই স্মার্টফোনটি জুন মাসে লঞ্চ করা হয়েছে চীনে। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে এবার ভারতের বাজারেও ফোনটি লঞ্চ ্ করেছে সংস্থাটি। আমরা আপনাদের জানিয়ে রাখি, Realme C53 নামের এই স্মার্টফোনটির বিক্রয় মূল্য ভারতের বাজারে মাত্র ৮,৪৯৯ টাকা।

ভারতের বাজারে লঞ্চ হাওয়া Realme C53 স্মার্টফোনে ২টি বৃহৎ বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকবে। যেখানে প্রাথমিক সেন্সর হিসেবে ১০৮ মেগাপিক্সেলের দুর্দান্ত ক্যামেরা পারবেন গ্রাহকরা। তাছাড়া বৃত্তাকর ২টি মডিউলের মাঝ বরাবর একটি ফ্লাশ লাইট ও রয়েছে। পাশাপাশি দুর্দান্ত এই মোবাইলের ব্যাক প্যানেলে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়েছে।

তাছাড়া সেলফি প্রেমীদের জন্য সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও থাকবে। এছাড়া যদি Realme C53 ফোনের ডিসপ্লের কথা বলি, তবে দুর্দান্ত এই স্মার্টফোনে 90Hz রিফ্রেশ রেট সহ 6.74 ইঞ্চির সুপার অ্যামোলেট ডিসপ্লে দেখতে পাবেন গ্রাহকরা। সাথে ফোনটি Unisoc T612 সিরিজের প্রসেসর দ্বারা চালিত হবে দুর্দান্ত এই স্মার্টফোনটি। এছাড়া, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ 5,000mAh-এর ব্যাটারি প্যাক দেখা যাবে দুর্দান্ত এই মুঠোফোনে।

যদি শক্তিশালী এই স্মার্টফোনের দামের কথা বলি, তবে ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মুঠোফোন ৯,৯৯৯ টাকায় বিক্রির জন্য উপলব্ধ রয়েছে ফ্লিপকার্টে। তবে এই মুহূর্তে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের ওপর ১০% ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট। ফলে মাত্র ৮,৪৯৯ টাকায় চাইলে নিজের পছন্দের ফোনটি ক্রয় করতে পারবেন আপনি।

Related Articles

Back to top button