Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Jio-Airtel কে বড় ধাক্কা দিল BSNL, জলের দরে ১৩ মাসের রিচার্জ প্ল্যান ঘোষণা করলো সরকারি সংস্থা

যদি এই মুহূর্তে আপনি একজন স্মার্টফোন ইউজার হন এবং আপনার কাছে এয়ারটেল কিংবা রিলায়েন্স জিও-র কানেকশন থাকে, তবে আজকের নিবন্ধটি পড়ার পর আপনি একটি বড় ধাক্কা খেতে চলেছেন। কারণ, বাকি…

Avatar

যদি এই মুহূর্তে আপনি একজন স্মার্টফোন ইউজার হন এবং আপনার কাছে এয়ারটেল কিংবা রিলায়েন্স জিও-র কানেকশন থাকে, তবে আজকের নিবন্ধটি পড়ার পর আপনি একটি বড় ধাক্কা খেতে চলেছেন। কারণ, বাকি সমস্ত টেলিকমিউনিকেশন সেক্টরকে পেছনে ফেলতে এবার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে ভারতের একমাত্র সরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি BSNL। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলি, বিগত এক বছরে নিজের গ্রাহকদের জন্য একাধিক দামদার রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে সংস্থাটি।

তবে নতুন বছরের আগেই গ্রাহকদের জন্য খুশির দুয়ার খুলে দিয়েছে BSNL। ২০২৪ সালের আগে নতুন রিচার্জ পরিকল্পনা ঘোষণা করেছে সরকারি সংস্থাটি। যার পর থেকে দুশ্চিন্তায় দিন কাটাতে শুরু করেছে এয়ারটেল, জিও সহ ভারতের বাজারে ব্যবসার ওতো একাধিক টেলিকমিউনিকেশন কোম্পানি। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, BSNL তাদের গ্রাহকদের জন্য কি অফার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে-

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আমরা আপনাদের বলি, সম্প্রতি BSNL তাদের গ্রাহকদের জন্য ৩৯৫ দিনের রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে। অর্থাৎ একবার রিচার্জ করলে ১৩ মাসের জন্য নিশ্চিন্তে BSNL কানেকশন উপভোগ করতে পারবেন গ্রাহকরা। শুধুমাত্র দীর্ঘ মেয়াদ নয়, BSNL তাদের এই রিচার্জ পরিকল্পনায় গ্রাহকদের জন্য প্রতিদিন ৩জিবি হাই স্পিড-ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিচ্ছে। তাছাড়া ভারতের যে কোন নম্বরে আনলিমিটেড ভয়েস কলিং-এর পাশাপাশি যে কোন নম্বরে প্রতিদিন ১০০ এসএমএস করার সুযোগ দিচ্ছে BSNL। এখানেই শেষ নয়, দৈনিক হাই-স্পিড ইন্টারনেটের প্যাকেজ শেষ হলেও 40kbs স্পিডে ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

About Author