Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল রেলযাত্রীরা

সোদপুর : শুক্রবার সকালে শিয়ালদহ নৈহাটি শাখা খড়দহ সোদপুর এর মাঝে আনন্দপুর এলাকায় লাইনে ফাটল দেখা যায়। এর জন্য ট্রেন চলাচল বেশ খানিক্ষন বন্ধ থাকে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বড় কোনো…

Avatar

সোদপুর : শুক্রবার সকালে শিয়ালদহ নৈহাটি শাখা খড়দহ সোদপুর এর মাঝে আনন্দপুর এলাকায় লাইনে ফাটল দেখা যায়। এর জন্য ট্রেন চলাচল বেশ খানিক্ষন বন্ধ থাকে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে দেড় ঘণ্টার চেষ্টার পরে এই ফাটল মেরামত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনাটি ঘটেছে ৯:১৫ নাগাদ খড়দহ সোদপুর এর মাঝে আনন্দপুর এলাকার দু নম্বর লাইনে। সাধারণ মানুষরা তৎপর হয়ে চেঁচামেচি করতে থাকলে ট্রেনের চালক ট্রেন থামায়। প্রথমেই ট্রেনের চালক দেখতে না পেলে সাধারন স্থানীয় পুরুষ এবং মহিলা গামছা ও কাপড় নিয়ে ট্রেনের লাইনের উপর দৌড়াতে থাকেন। এইরকম পরিস্থিতিতে চালক ট্রেন থামান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তারপর রেলের আধিকারিককে এই বিষয়টা জানানো হলে ফাটল মেরামতের জন্য লোক পাঠায়। তারপর সাড়ে দশটা নাগাদ ফাটল মেরামত করা হয়। এবং তার পরেই আস্তে আস্তে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

About Author