নিউজরাজ্য

হাইকোর্টের ইতিহাসে প্রথমবার, রবিবারেও বসছে বেঞ্চ

Advertisement

অরূপ মাহাত: বিকাশ ভবনের সামনে আন্দোলন করতে পারবেন কিনা সেই নিয়ে হাইকোর্টে ঘটতে চলেছে নজিরবিহীন ঘটনা। কলকাতা হাইকোর্টের ইতিহাসে এই প্রথম রবিবারও বসছে বেঞ্চ। প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি কৌশিক চন্দকে নিয়ে রবিবার বিশেষ বেঞ্চ বসবে সকাল ১১ টায়।

পার্শ্বশিক্ষকদের আন্দোলন নিয়ে রাজ্যের আপত্তি থাকায় বিকাশ ভবনের সামনে জমায়েতের অনুমতি দেয়নি পুলিশ। এই নিয়ে পার্শ্বশিক্ষকদের সংগঠন আদালতের দ্বারস্থ হলে বিচারপতি দেবাংশু বসাক আজ এক রায়ে বলেন, বিকাশ ভবনের সামনে জমায়েত করতে পারবে পার্শ্বশিক্ষকরা। এরপরই তড়িঘড়ি প্রধান বিচারপতির কাছে এই রায়ের পুনর্বিবেচনার জন্য আবেদন জানায় রাজ্য।

আরও পড়ুন : গান্ধী পরিবারের জন্য এসপিজি নিরাপত্তা বাতিল করার পথে কেন্দ্র, চালু হবে সিআরপিএফ নিরাপত্তা

তাদের দাবি, বিকাশ ভবনের সামনে জমায়েত করলে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই রবিবার বিশেষ বেঞ্চ বসিয়ে এই মামলার জরুরিভিত্তিতে শুনানি হোক। যাতে সোমবারের এই আন্দোলন আটকানো যায়। রাজ্যের দাবিকে মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবিবার বিশেষ বেঞ্চ বসিয়ে পার্শ্বশিক্ষকদের আন্দোলন সংক্রান্ত এই মামলার শুনানির নির্দেশ দেন।

Related Articles

Back to top button