দেশনিউজ

২০০০ নোট বাতিল নিয়ে জল্পনা উসকে দিল প্রাক্তন কেন্দ্রীয় অর্থ সচিব

Advertisement

মোদী সরকারের বিরাট বড় পদক্ষেপের ফলে নোটবন্দি হয়েছিল। মোদী সরকার ২০১৬-র ৮ নভেম্বর পুরনো ৫০০ ও ১০০০-এর নোট বাতিল করেছিল।

নোটবন্দি প্রায় তিনবছর পূর্তি হয়ে গেছে। আর এর মাঝেই বিরাট জল্পনা উসকে দিল প্রাক্তন কেন্দ্রীয় অর্থ সচিব সুভাষ চন্দ্র গর্গ। তিনি ৩১ শে অক্টোবর অবসর নেন। তিনি তার অবসরকে হটাৎ বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ৫০০, ১০০০ এর পর এবার ২০০০ এর নোটও বাতিল হবে।

আরও পড়ুন : হাইকোর্টের ইতিহাসে প্রথমবার, রবিবারেও বসছে বেঞ্চ

তিনি জানিয়েছেন, ‘২০০০ এর গোলাপি নোট বাজারে আর আগের মত মিলবে না। অনেক নোট তুলে নেওয়া হয়েছে। পরবর্তীকালে ২০০০ এর নোট পুরোপুরি ভাবে তুলে নেওয়া হবে’। তিনি ২০০০ এর নোট আগে থেকেই ব্যাংকে ফিরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন।

Related Articles

Back to top button