সকাল সকাল বুলবুলকে নিয়ে উঠে এলো আরও আশঙ্কাজনক তথ্য। বাংলার উপকূলের দিকে প্রবল গতিতে ধেয়ে আসছে বুলবুল। সুন্দরবন থেকে মাত্র ২৭০ কিমি দূরে অবস্থান করছে বুলবুল। বারবার পথ ও বেগ পরিবর্তন করছিলো বুলবুল। তবে বৃহস্পতিবার রাতে বুলবুলের অভিমুখ সুন্দরবনের দিকে টা স্পষ্ট হয়ে যায় এবং আজ রাতে সাগরদ্বীপে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হয়েছিল।
কিন্তু বুলবুলের শক্তি বৃদ্ধি হয়েছে বলে আজ শনিবার সন্ধ্যার মধ্যে সাগর দ্বীপে ১৩৫ কিমি বেগে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হয়েছে। বর্তমানে বুলবুল বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে।বুলবুলের জেরে শনিবার ভোর-রাত থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়ার সাথে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। ঘূর্নিঝড়ের জেরে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি চলবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদুর্যোগ মোকাবিলার জন্যে প্রশাসনের তরফ থেকে প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রশাসনের তরফ থেকে সমস্ত উপকূলবর্তী এলাকায় এবং নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বুলবুলের মোকাবিলায় বাংলা ও ওড়িশার জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর (এনডিআরএফ) এর ৩৪ টি দলকে নিয়োগ করা হয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে এবং বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। সুন্দরবনের পাশাপাশি দিঘায় জারি করা হয়েছে কড়া সতর্কতা। মৎস্যজিবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।