দেশনিউজ

আদালতের রায়ে খুশি নই : সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী

Advertisement

প্রীতম দাস : আজ এতদিন ধরে বিতর্ক চলার পর আজ সুপ্রিম কোর্ট বিতর্কিত অযোধ্যা ভূমির রায় ঘোষণা করে এবং তাতে হিন্দুদেরকে শর্ত সাপেক্ষে অযোধ্যা ভূমি পাবে বলে জানানো হয়েছে । সুন্নি ওয়াকফ বোর্ডকে ৫ একর জমি দেবার কথা বলা হয়েছে অর্থাৎ বিকল্প জমি পাবেন মুসলিমরা। ৩ মাসের মধ্যে কেন্দ্রকে একটি ট্রাস্ট গঠন করতে হবে। বিতর্কিত জমির ভেতরের অংশ ট্রাস্টের হাতে থাকবে। ট্রাস্টের তত্বাবধানে হবে মন্দির।

আরও পড়ুন : অযোধ্যা ভূমি আইনি ভাবে হিন্দুদের : সুপ্রিম কোর্ট

এই ঐতিহাসিক রায় ঘোষণা করার পর সাংবাদিকদের মুখোমুখি হন সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী। তিনি জানান , তারা এই রায়ে খুশি নয়। তারা এই রায়ের রিভিউ করাতে চান। তারা রিভিউ এর জন্য আবেদন করবে আদালতে।

Related Articles

Back to top button