ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আগে রিচার্জ পরে টাকা, JIO-র ঘুম উড়িয়ে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এলো AIRTEL

এয়ারটেল এই মুহূর্তে ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি হয়ে উঠেছে

Advertisement

ভারতের বাজারে এখন বেশ কয়েকটি টেলিকম কোম্পানি একে অপরের সাথে লড়াই করার জন্য নতুন নতুন প্ল্যান প্রতিদিন নিয়ে আসছে। এর মধ্যে সব থেকে বড় দুটো টেলিকম কোম্পানি হল রিলায়েন্স জিও এবং এয়ারটেল। এই দুটি কোম্পানি ভারতের অধিকাংশ গ্রাহককে ধরে রেখেছে। ভারতে এই মুহূর্তে যে সংখ্যক গ্রাহক রয়েছে তা বিশ্বের অন্য কোন দেশে নেই বললেই চলে। তবে ভারতের মতো এত বড় একটা দেশেও টেলিকমের বাজার কিন্তু অত্যন্ত প্রতিযোগিতামূলক।

এই মুহূর্তে দেশের সবথেকে বড় টেলিকম কোম্পানি হল রিলায়েন্স জিও। কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে ভারতী এয়ারটেল। রিলায়েন্স জিওর মত এয়ারটেলও কিন্তু নতুন নতুন অফার দিয়ে গ্রাহকের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি করার চেষ্টা করছে। বলতে গেলে জিওর একেবারে ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে এয়ারটেল। আর এবারে, এয়ারটেল এমন একটা পরিকল্পনা নিয়ে এসেছে, যেটা কিন্তু রিলায়েন্স জিও এখনো পর্যন্ত আনতে পারেনি। ফলে এটাই বলতে গেলে এয়ারটেলের সবথেকে বড় অফার হতে চলেছে এই নতুন বছরে।

এয়ারটেল এবারে তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি এমন রিচার্জ প্ল্যান, যেখানে ডাটা ব্যবহার করার পরে টাকা শোধ করা যেতে পারে। মনে করা যাক হঠাৎ কারো মোবাইলে ডাটা শেষ হয়ে গিয়েছেন এবং তৎক্ষণাৎ তার ইন্টারনেট প্রয়োজন। সেই ক্ষেত্রে গ্রাহকরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। আর এই পরিস্থিতিতে যদি আপনাকে ইন্টারনেট ধার করতে হয়, তাহলে আপনাকে শুধুমাত্র একটা বিশেষ কোড ডায়াল করতে হবে আপনার এয়ারটেল নম্বরে। এই কোড হল #567*3#। এই কোড ডায়াল করলেই ১ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন সেই এয়ারটেল গ্রাহক।

যদিও এই ইন্টারনেট একেবারেই বিনামূল্যে পাওয়া যাবে না। এটা কিন্তু শুধুমাত্র একটা লোন হিসেবে দেওয়া হচ্ছে। পরবর্তীতে যদি আপনি কোন রিচার্জ করেন তবে সেখান থেকে আগের ধার নেওয়া এক জিবি ডাটা কেটে নেওয়া হবে। লোন শোধ করার জন্য আপনাকে ১৯, ২৯, ৪৯, ৫৮, ৬৫, ৯৮, ১৪৮ ১৪৯ এবং ৩০১ টাকার মধ্যে যেকোনো একটা রিচার্জ করতে হবে। তাহলেই পরবর্তীতে এখান থেকে ১ জিবি ডেটা বাদ দিয়ে দেওয়া হবে। আপনাকে অতিরিক্ত টাকা দিতে হবে না এই রিচার্জ করার জন্য। তবে শুধু ইউএসএসডি কোড নয়, আপনি এয়ারটেল থ্যাংকস অ্যাপ এর মাধ্যমেও এই রিচার্জ করতে পারেন। এছাড়াও, ৫৬৩২১ নম্বরে CLI লিখে এসএমএস করলেও এই সুবিধা আপনি পেতে পারেন।

Related Articles

Back to top button